RMcover

ওয়েবডেস্ক: ইতিমধ্যেই ইউরোপে নতুন মরশুম শুরু হয়ে গিয়েছে। তবে আন্তর্জাতিক দলবদলের সময়সীমা এখনও শেষ হয়নি। ফলে সেই সুযোগ কাজে লাগাতে মরিয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ। রোনাল্ডোর বিদায়ের পর তাঁরা এখনও নতুন কোনো বড়ো মুখ আনতে পারেনি। ফলে সেই টার্গেটকে মাথায় রেখে তাঁদের এখন নতুন লক্ষ্য ইপিএলে ম্যাঞ্চেস্টার সিটির তারকা স্ট্রাইকার রহিম স্টারলিং।

শোনা যাচ্ছে, তাঁকে নাকি অনেকদিন ধরেই নিজেদের র‍্যাডারে রেখেছে রেয়াল। তবে আগামী কয়েকদিনের মধ্যেই দলবদলের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। ফলে এই মুহূর্তে তাঁকে দলে না নিলেও, আগামী জানুয়ারিতে তাঁরা নাকি ঝাঁপাবে স্টারলিংয়ের জন্য। তাঁকে আরও ভালোভাবে পরখ করে নেওয়ার জন্য ৮ সেপ্টেম্বর ওয়েম্বলিতে ইংল্যান্ড বনাম স্পেন উয়েফা নেশনস লিগের ম্যাচে প্রতিনিধি পাঠাবে রেয়াল।

sterling-600
রহিম স্টারলিং

সিটির সঙ্গে তাঁর এখনও দু’বছরের চুক্তি আছে। তবে আগামী জানুয়ারিতেই হয়তো তাঁকে দলে নেওয়ার জন্য উঠে পরে লাগতে পারে রেয়াল মাদ্রিদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন