rmacm

ওয়েবডেস্ক: রেয়াল মাদ্রিদে দ্বিতীয়বার কোচ হয়ে আসার পর দল তৈরিতে নেমে পড়েছেন জিনেদিন জিদান। আগামী মরশুমের জন্য এখন থেকেই ফুটবলারদের পাকা করে নিতে চান তিনি। তালিকায় অনেকেই রয়েছেন। যাঁদের মধ্যে অন্যতম লা লিগার রেয়াল বেতিসের ফুটবলার জিওভানো লো সেলসো।

২২ বছর বয়সি আর্জেন্তিনার এই সেন্ট্রাল মিডফিল্ডারকে আগামী দিনের তারকা বলা হচ্ছে। ইউরোপ জুড়ে বেশ কয়েকটি ক্লাবের রেডারে রয়েছেন তিনি।

স্প্যনিশ মিডিয়া আউটলেট স্পোর্টের খবর অনুযায়ী, তাঁকে দলে নিতে উদ্যোগী রেয়াল মাদ্রিদ এবং এসি মিলান।

তবে বেতিসে খেলার আগে, আর্জেন্তিনায় তাঁর দল সিএ রোসারিও থেকে তাঁকে দলে নিয়েছিল প্যারিস সাঁ জা। কিন্তু প্রথম দলে সুযোগ না পাওয়ার ফলে তাঁকে লোনে রোসারিও-তে পাঠিয়ে দেয় প্যারিস সাঁ জা। গত বছর লোনে রেয়াল বেতিসে যোগ দেন তিনি।

celso

লা লিগায় যোগ দেওয়ার পর থেকেই নজরকাড়া পারফরমেন্স করেছেন। যার ফলে তাঁর বাজার দর এই মুহূর্তে ৪ কোটি পাউন্ড থেকে ৫ কোটি পাউন্ড। চুক্তি অনুযায়ী, বেতিস তাঁক পুরোপুরি ভাবে নিতে পারে মরশুম শেষে।

এমনটাও শোনা যাচ্ছে, তাঁকে ছাড়তে রেয়াল বেতিস ১০ কোটি পাউন্ডের রিলিজ অর্থ রাখতে পারে। পাশাপাশি ৫ কোটি পাউন্ডের কমের কোনো দর নিয়ে তারা কথা বলবে না।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here