ওয়েবডেস্ক: নতুন মরশুমের জন্য এখন থেকেই নিজেদের তৈরিতে লেগে পড়েছে দুই স্প্যানিশ জায়েন্ট রেয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। এবার মাঠের বাইরেও একে অপরকে টেক্কা দিতে তৈরি তারা।
স্প্যানিশ মিডিয়া আউটলেট মারকার রিপোর্ট অনুযায়ী, তরুণ জাপানি বিস্ময় টাকেফুসো কুবোকে নিয়ে লড়াই হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে।
২০১১ সালে টাকেফুসোকে দলে নেয় বার্সেলোনা। অনূর্ধ্ব-১৭ দলে খেলানোর জন্য। তবে ২০১৫ সালে কম বয়সি ফুটবলার সই করানোয় নিষেধাজ্ঞা জারি হওয়ায় তাঁকে ফ্রি ফুটবলার হিসাবে ছেড়ে দেয় বার্সেলোনা।
এই মুহূর্তে জাপানের ক্লাব এফসি টোকিয়োর খেলোয়াড় তিনি। চলতি বছর ১৮ বছর সম্পূর্ণ করবেন।

রিপোর্ট অনুযায়ী, তাঁকে ফের দলে নিতে উদ্যোগী বার্সেলোনা। রেয়াল মাদ্রিদও তাঁকে নিজেদের রেডারে রেখেছে। তবে ইউরোপে খেললে টাকেফুসেকে বার্সেলোনাতেই খেলতে হবে, মেসির ক্লাবের সঙ্গে এমনই চুক্তি রয়েছে তাঁর।