ওয়েবডেস্ক: চলতি মরশুমটা একেবারেই ভালো যাচ্ছে না ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদের। নতুন কোচ সান্তিয়াগো স্কোলারির অধীনে গত সপ্তাহে আইবারের কাছে তিন গোল হজম করেছেন বেঞ্জেমারা।
আরও পড়ুন: রোনাল্ডোর বদলি হিসাবে এই তারকাকে নিচ্ছে রেয়াল মাদ্রিদ?
শোনা যাচ্ছে এ বার নাকি দল ছাড়তে চান অন্যতম তারকা খেলোয়াড় ইস্কো। নতুন মরশুমে সব টুর্নামেন্ট মিলিয়ে ১৩ ম্যাচে মাত্র দু’টি গোল করেছেন তিনি। বেশিরভাগ সময় তাঁকে রিজার্ভ বেঞ্চে বসতে হয়েছে।
‘গোল ডট কমে’র রিপোর্ট অনুযায়ী, ইস্কো রেয়াল ছাড়তে চান। এমন দলে যেতে চান যেখানে তাঁর গুরুত্ব থাকবে।
আইবারের বিরুদ্ধে ম্যাচের ৬৩ মিনিটে পরিবর্তিত হিসাবে নামেন তিনি। শোনা যাচ্ছে, অধিনায়ক সার্খিও র্যামোসকে জানিয়েছেন যে তিনি রেয়াল মাদ্রিদ ছাড়তে চান। এবং এমন ক্লাবে যেতে চান যেখানে তাঁকে গুরুত্ব সহকারে দেখা হবে।
আগামীদিনে রেয়ালে তাঁর ভবিষ্যৎ কী দাঁড়ায় তাতো সময়ই বলবে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।