madrid

ওয়েবডেস্ক: চলতি মরশুমের শুরুটা একদমই আশাপ্রদ হয়নি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদের। মরশুমের শুরুতেই দল ছাড়েন প্রাক্তন তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বর্তমানে দলের প্রধান স্ট্রাইকার করিম বেঞ্জেমার ফর্মও তেমন আশাপ্রদ নয়।

ফলে রেয়াল প্রেসিডেন্ট রোনাল্ডোর বদলি আনতে অনেকদিন ধরেই উঠেপড়ে লেগেছেন। তালিকায় ছিলেনও অনেক তারকা। তবে সেই তালিকায় সবচেয়ে এগিয়ে ইন্তার মিলানের মাওরো ইকার্ডি।

শোনা যাচ্ছে ২০ কোটি পাউন্ডে জানুয়ারি দলবদলে তাঁকে দলে নিতে উদ্যোগী রেয়াল। বর্তমানে ইন্তার জার্সিতে প্রতি ম্যাচেই নিজের সেরাটা দিচ্ছেন ইকার্ডি। ইতালিয়ান লিগে ৮ ম্যাচে গোল করেছেন ৬টি। তবে দেখার শেষপর্যন্ত তাদের অধিনায়ক তথা তারকা খেলোয়াড়কে মরশুমের মাঝপথে ছাড়ে কি না ইন্তার মিলান।

icardi
মাওরো ইকার্ডি

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here