reallogofinal

ওয়েবডেস্ক: দলবদলের দ্বিতীয় সময়সীমা (জানুয়ারি, ২০১৯) কোন দল কাকে নেয় তা তো সময় বলবে। তবে এখন থেকেই ইউরোপের হেভিওয়েট দলগুলি আগামীর তারকাদের তালিকা তৈরি শুরু করে দিয়েছে। সেই তালিকায় নতুন সংযোদন নেদারল্যান্ডস এবং আয়াখ্‌স দলের তরুণ খেলোয়াড় ২১ বছর বয়সি মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি জং।

আরও পড়ুন: ম্যাচের মাঝে শোয়েব মালিককে ‘জিজু-জিজু’ সম্বোধন ভারতীয় সমর্থকদের, ভিডিও

শোনা যাচ্ছে, তাঁকে দলে নিতে আগ্রহী রেয়াল মাদ্রিদ। তবে শুধু মাদ্রিদই নয়, তাঁকে নিজেদের র‍্যাডারে রেখেছে বার্সেলোনা, প্যারিস সাঁ জা, বায়ার্ন মিউনিখও। সেন্ট্রাল মিডফিল্ড, ডিফেন্সিভ মিডফিল্ড এবং সেন্টার ব্যাকয়েও খেলতে পারেন।

frenkie
ফ্রেঙ্কি ডি জং

তবে এই মুহূর্তে রেয়ালের মাঝমাঠ যথেষ্ট উজ্জীবিত। মরশুম শেষ হলেই চেলসি থেকে ফিরবেন মাতেও কোভাচিচ। যিনি এই মুহূর্তে সেখানে লোনে রয়েছেন। রেয়াল কোচ লোপেৎগুই একইসঙ্গে ভরসা রাখছেন দানি সেবালসের ওপরও। ফলে শেষমেশ কী হয় সেটাই দেখার। তবে ফ্রেঙ্কি যদি রেয়ালে যোগ দেন তা হলে তাদের মাঝমাঠ যে শক্তিশালী হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন