ওয়েবডেস্ক: খেলা শেষ হওয়ার মিনিট পনেরো আগে গ্যারেথ বেলকে মাঠ থেকে তুলে নিলেন জিনেদিন জিদান। রিয়াল সমর্থকরা তখন তাঁকে উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানাচ্ছেন। কারণ এদিন দুটি গোল করেছেন বেল। তার মধ্যে একটি অসাধারণ। বলা হয়, চোট পেয়ে, রেফারির বাঁশিতেই মাঠ ছাড়তে হয় তাঁকে। স্পেনে তাঁর ফুটবল কেরিয়ারে মোট ২৫ বার চোটের কবলে পড়েছেন তিনি। এদিন খেলা শেষ বেল জানালেন তিনি পুরো ফিট হওয়ার খুব কাছেই পৌঁছে গেছেন। কারণ আগামী মাসেই চ্যাম্পিয়নস লিগে তাঁদের খেলতে হবে নেইমারের প্যারিস সাঁ জাঁ-র বিরুদ্ধে।
এদিন শুরুতে গোল করে এগিয়ে গিয়েছিল ডিপোর্টিভো। কিন্তু তারপরই শুরু হয় রিয়াল মাদ্রিদের গোলের বন্যা। নাচো ও বেলের গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় তাঁরা। বাকি পাঁচ গোল দ্বিতীয়ার্ধে। দুই গোল করে করলেন নাচো, বেল ও রোনাল্ডো। একটি গোল লুকা মদরিচের। নিজের দ্বিতীয় গোলটি করার সময় ডাইভ দিতে গিয়ে কপালে বুটের আঘাত পান সিআর সেভেন। কর্তাক্ত অবস্থায় মাঠ ছাড়েন তিনি।
ততক্ষণে অবশ্য ৬ গোলে দেওয়া হয়ে গেছে রিয়াল মাদ্রিদের।
১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট। চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার থেকে ১৯ পয়েন্টে পিছিয়ে রিয়াল। লা লিগায় চতুর্থ স্থানে রয়েছে তাঁরা।