ওয়েবডেস্ক: ফুটবল ম্যাচে অবিশ্বাস্য ঘটনার নজির কম নয়। ফের তেমনই এক ঘটনা ঘটল। নেদারল্যান্ডসের চতুর্থ ডিভিসন ম্যাচে। সেখানে রেফারি গোল করে ফেললেন এবং গোলটির বৈধতায় সিলমোহরও দিলেন রেফারি মাউরিস পারহুইস। মাঠে নেমেছিল দুই দল হারকিমেস বয়েস এবং হোয়েক।
ম্যাচে হারকিমেস বয়েসের তরফ থেকে টুইটে জানানো হয়, “আমরা কখনই এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়নি। যখন হারকিমেসের ফুটবলার যখন একটি বল ক্লিয়ার করছিল তখন রেফারি পারহুইসকে দেখা যাচ্ছে পেনাল্টি বক্সে দৌড়ে এগিয়ে যেতে। ”।
ম্যাচের ৬৬ মিনিটে হোয়েক মিডফিল্ডার আরকে ইম্পেনস গোলমুখে একটি শট নেন। তবে সেই বল পোস্টে লেগে রেফারির পায়ে লেগে গোলে ঢুকে যায়। তারপরেই গোলটিকে বৈধ বলেন রেফারি। মুহূর্তের মধ্যেই তাঁকে ঘিরে ধরেন হারকিমেস বয়েসের ফুটবলাররা।
ম্যাচে অবশ্য ৪-২ ব্যবধানে যেতে হারকিমেস বয়েস।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।