Homeখেলাধুলোফুটবলফিরতি ডার্বি বাতিল যুবভারতীতে, কোথায় হতে পারে ম্যাচ?

ফিরতি ডার্বি বাতিল যুবভারতীতে, কোথায় হতে পারে ম্যাচ?

প্রকাশিত

চলতি মরসুমে ১১ জানুয়ারি যুবভারতীতে হওয়ার কথা ছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গলের বহুল প্রতীক্ষিত ফিরতি ডার্বি। তবে গঙ্গাসাগর মেলার জন্য পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয় জানিয়ে রাজ্য সরকার ম্যাচটি বাতিল করেছে। সোমবার নব মহাকরণে এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

গঙ্গাসাগর মেলা ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে। মেলার নিরাপত্তার জন্য ১৩ হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে জঙ্গি হুমকির কারণে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাই ডার্বির জন্য প্রয়োজনীয় ১২০০-১৫০০ পুলিশ সরবরাহ সম্ভব নয় বলে জানানো হয়েছে।

মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, এই বিষয়টি ইতিমধ্যেই এফএসডিএলকে জানানো হয়েছে। আয়োজক হিসাবে মোহনবাগান বিকল্প দুটি স্থান—ভুবনেশ্বর এবং জামশেদপুর—প্রস্তাব দিতে পারে। এমন জায়গা বেছে নেওয়া হবে, যেখানে তাদের সমর্থকদের যাতায়াত সুবিধাজনক হবে।

ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত (নীতু) সরকার বলেছেন, “আমরাও এর আগে ভুবনেশ্বরে ম্যাচ খেলেছি। মোহনবাগান চাইলে ওরাও ভুবনেশ্বরে ডার্বি আয়োজন করতে পারে।”

অরূপ বিশ্বাস জানিয়েছেন, ২৫ দিন আগেই আয়োজকদের এই বিষয়ে সতর্ক করা হয়েছিল। তবে মোহনবাগানের অভিযোগ, ক্রীড়াসূচি তৈরির সময়েই তাদের পক্ষ থেকে পুলিশকে সমস্ত ম্যাচের দিন ও সময় জানানো হয়েছিল এবং অনুমতিও নেওয়া হয়েছিল। এখন শেষ মুহূর্তে ম্যাচ বাতিলের সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ।

প্রসঙ্গত, এর আগেও ডার্বি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। ১০ মার্চের আইএসএল ডার্বি তৃণমূল কংগ্রেসের ব্রিগেডের কারণে এক ঘণ্টা পিছিয়ে শুরু হয়। অগাস্টে আরজি কর আন্দোলনের কারণে ডুরান্ড কাপের ডার্বি বাতিল হয়। এ বারও সেই বিতর্ক অব্যাহত রইল।

সাম্প্রতিকতম

ভারত-ইংল্যান্ড টি২০: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক বর্মা

ইংল্যান্ড: ১৬৫-৯ (জোস বাটলার ৪৫, ব্রাইডন কার্স ৩১, অক্ষর পটেল ২-৩২, বরুণ চক্রবর্তী ২-৩৮) ভারত:...

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

নতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার ব্যবসা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের প্রবণতা রয়েছে। বাংলাদেশে ফেনসিডিল ও স্কাফের মতো সিরাপ নিষিদ্ধ হওয়ায়, চোরাকারবারীরা ভারত থেকে এই সিরাপগুলো বাংলাদেশে পাচার করে থাকে।

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ বিদেশি সহায়তা, ছাড় শুধু ইজরাইল ও মিশরকে

নবগঠিত ট্রাম্প প্রশাসন বিদেশি সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইসরাইল ও মিশর ব্যতীত ইউক্রেনসহ অন্যান্য দেশ প্রভাবিত। মার্কো রুবিওর মেমোর মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর।

আরও পড়ুন

আইএসএল ২০২৪-২৫: চেন্নাইয়ের সঙ্গেও ম্যাচ ড্র, আবার পয়েন্ট খোয়াল মোহনবাগান

মোহনবাগান সুপার জায়ান্ট: ০ চেন্নাইয়িন এফসি: ০ চেন্নাই:...

আইএসএল ২০২৪-২৫: ডজনেরও বেশি সুযোগ নষ্ট করে জামশেদপুরের কাছে পয়েন্ট খোয়াল মোহনবাগান

শেষ ১০টি ম্যাচের মধ্যে ৭টিতে জিতে, ২টি ড্র করে ও ১টি হেরে শীর্ষেই থাকল সবুজ-মেরুন।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে