ওয়েবডেস্ক: বিশ্বকাপে দেশকে সাফল্য এনে দিতে ব্যর্থ হলেও, ব্যক্তিগত স্তরে অনেকটাই ঊর্ধ্বমুখী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পারফরমেন্স গ্রাফ। বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক রয়েছে তাঁর নামের পাশে। মোট চার গোল। তিনি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। ফলে লাইম-লাইটে তিনি থাকবেন না তা-তো হয় না। নতুন মরশুমে রেয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসের জার্সিতে নতুন চ্যালেঞ্জ নিতে তৈরি তিনি। তবে তার আগে কিছুটা খোশ মেজাজে ছিলেন ফুটবলের পোস্টার বয়।
বান্ধবী, ছেলে,পরিবার এবং কাছের কিছু বন্ধুদের নিয়ে গ্রিসে ছুটি কাটাচ্ছিলেন সি আর সেভেন। কিন্তু তিনি তো শুধু ফুটবলার নন। একজন বড় মনের মানুষও, যার প্রমাণ অতীতে বহুবার পাওয়া গেছে।
গ্রিসের পেলোপোনেস অঞ্চলের কোস্তা নাভারিনো রিসোর্টে ছিলেন তিনি। কিন্তু তার থেকেও বেশি জরুরি, এক অবাক করা কাণ্ড করেছেন। রিসোর্টের অতিথি আপ্যায়নে এতোটাই মুগ্ধ হয়েছেন তিনি যে ‘টিপস’ হিসাবে তাদের জন্য প্রায় ১৬ লক্ষ টাকার একটি চেক রেখে গেছেন রোনাল্ডো। যা রীতিমতো শিরোনামে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।