cr7

জুভেন্তাস – ৩                           আতলেতিকো মাদ্রিদ – ০

(দুই পর্ব মিলিয়ে ৩-২ ব্যবধানে জয়ী জুভেন্তাস)

ওয়েবডেস্ক: চলতি মরশুম রেকর্ড অর্থে রেয়াল থেকে রোনাল্ডোকে দলে নেয় জুভেন্তাস। নতুন দলে প্রথম থেকেই নিজের সেরাটা দিচ্ছেন তিনি। ফের একবার প্রমাণ করলেন কেন তিনি ফুটবলের অন্যতম জনপ্রিয় সুপারস্টার। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচের দ্বিতীয় পর্বে, রোনাল্ডোর হ্যাটট্রিকের সামনে দাঁড়াতেই পারল না আতলেতিকো মাদ্রিদ। ফলে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল জুভেন্তাস।

প্রথম লেগে ঘরের মাঠে দু’গোলের ব্যবধানে এগিয়ে থেকেও দু’পর্ব মিলিয়ে ছিটকে গেল স্পেনের দলটি। বা বলা যেতেই পারে রোনাল্ডো নামক ঝড়ের সামনে দাঁড়াতে পারলেন না তারা। সারা ম্যাচে একটিও শট গোলে রাখতে পারেনি গ্রিজম্যানদের আতলেতিকো।

ম্যাচের শুরু থেকেই দাপট জুভেন্তাসের। প্রথমার্ধে হেডে প্রথম গোল রোনাল্ডোর। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল। এক্ষেত্রেও তাই হেডে। এবং খেলা শেষ হওয়ার মিনিট চারেক আগে পেনাল্টি থেকে দলের এবং নিজের তৃতীয় গোল সম্পূর্ণ করেন পর্তুগিজ মহাতারকা। এদিনের হ্যাটট্রিকের ফলে চ্যাম্পিয়ন্স লিগে আটটি হ্যাটট্রিক হয়ে গেল তাঁর। একইসঙ্গে কেরিয়ারে ৫২তম।

শুধু তাই নয়, আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে সব টুর্নামেন্ট মিলিয়ে ৩৩ ম্যাচে ২৫ গোল হয়ে গেল সি আর সেভেনের।

অন্য ম্যাচে দু’লেগ মিলিয়ে ১০-২ ব্যবধানে শালকে-কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ম্যান সিটি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here