ronjuve2-final

ওয়েবডেস্ক: নতুন মরশুমে রেয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইতিমধ্যেই ইতালিয়ান লিগ শুরু হয়ে গিয়েছে। পর পর আটবার লিগ জেতার দৌড়ে প্রথম দু’রাউন্ডেই জয় তুলে নিয়েছে জুভেন্তাস। দলের হয়ে পারফরমেন্স ভাল করলেও এখনও গোল পাননি রোনাল্ডো। ফলে নতুন দলের জার্সিতে যত তাড়াতাড়ি সম্ভব গোল করতে উঠেপড়ে লেগেছেন তিনি।

আরও পড়ুন: দেখে নিন নতুন মরশুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ বিন্যাস

ইতালীয় মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, এই মুহূর্তে তাঁর প্রধান লক্ষ্য জুভেন্তাস জার্সিতে নিজের সেরাটা দেওয়া। এবং দলের সঙ্গে সময় দিয়ে সতীর্থদের সঙ্গে বোঝাপড়া গড়ে তোলা। সঙ্গে নিজের শারীরিক গঠনও সঠিক রাখা।

আর সেই লক্ষ্যে জাতীয় দলের জার্সিতে আগামী দু’টি আন্তর্জাতিক ম্যাচ খেলেবন না তিনি। ৬ সেপ্টেম্বর বিশ্বকাপ রানার্স ক্রোয়েশিয়ার সঙ্গে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ। একইসঙ্গে ১০ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগের ম্যাচে ইতালির বিরুদ্ধেও তাঁকে পাবে না পর্তুগাল।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন