ron

ওয়েবডেস্ক: গত বছর ফিফার দ্য বেস্ট এবং ব্যালন ডি’ওরের লড়াইয়ে প্রথম তিনে থাকলেও শেষমেশ সেই ট্রফি জিততে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে নতুন বছরের শুরুটা ভালোই হল পর্তুগিজ সুপারস্টারের। বছরের শুরুতেই শিরোপা জিতলেন তিনি। অর্থাৎ ২০১৯ গ্লোব সকার অ্যাওয়ার্ডসে সেরা ফুটবলারের সম্মান পেলেন তিনি। বৃহস্পতিবার দুবাই-তে এই সম্মান গ্রহণ করেন তিনি। এ বার নিয়ে পরপর তিন বার এই সম্মান পেলেন।

ফ্যান্স অ্যাওয়ার্ডও পেলেন রোনাল্ডো। সেরা খেলোয়াড়ের পুরস্কারে তিনি পিছনে ফেললেন আতলেতিকো মাদ্রিদের আতোঁয়া গ্রিজম্যান এবং প্যারিস সাঁ জার কিলিয়ান এমবাপেকে।

রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্ডেস সেরা এজেন্টের সম্মান পেয়েছেন। ফিফার দ্য বেস্ট এবং ব্যালন ডি’ওরের পর এটাকেই তৃতীয় বৃহৎ সম্মান হিসাবে দেখা হয়।

সম্মান পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রোনাল্ডো জানান, “নতুন বছরে এর চেয়ে ভালো শুরু আর কী ভাবে হতে পারে। ধন্যবাদ এতো ভালোবাসার জন্য”।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন