penalty

ওয়েবডেস্ক: ফুটবলে পেনাল্টি একটা বড়ো ফ্যাক্টর। ম্যাচের ফল যে কোনো মুহূর্তেই বদলে দিতে পারে পেনাল্টি। তবে একই সঙ্গে এতে চাপও রয়েছে। স্নায়ুর চাপ। অনেক সময় খেলোয়াড় সেই চাপ নিতে পারেন না। ফলে পেনাল্টি মিসও হয়। কিন্তু কখনও কি দেখেছেন ডিগবাজি খেয়ে পেনাল্টি মারা। সবার পক্ষে কিন্তু সম্ভব নয় এমনটা করা। কিন্তু এমনটাই করলেন নোরিক আফডালইয়ান।

আরও পড়ুন: ফুটবল মাঠে ঢুকে পড়ল কুকুর, খেলা বন্ধ তিন মিনিট, ভিডিও

রাশিয়ার অন্যতম নামকরা দল রুবিন কাজানের যুব দলের খেলোয়াড় তিনি। জাতীয় স্টুডেন্ট লিগের ম্যাচে ৫৪ মিনিটে চেবোকসারির গোলকিপারের বিরুদ্ধে এমনটা করলেন তিনি। যা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

পেনাল্টি মারতে যাওয়ার আগে পেছন দিকে একটি উলটো ভাবে ডিগবাজি নেন তিনি। তার পরেই বলে মেরে গোলপোস্টের বাঁ-দিকের উপরের অংশে গোল। যা গোলকিপারের দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না।

ম্যাচে ৪-০ ব্যবধানে চেবোকসারিকে হারায় রুবিন কাজান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন