ওয়েবডেস্ক: আশ্চর্য প্রতিশ্রুতি দিল রাশিয়ার মহিলা ফুটবল ক্লাব এফকে ইয়েনিসে। গত সপ্তাহের শেষার্ধে শুরু হয়েছে রাশিয়ার মহিলা ফুটবলের প্রিমিয়ার লিগ। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এই লিগে তাঁরা যদি জেতে তাহলে, তাঁদের দলের ফুটবলাররা যৌন উত্তেজক ফটোশুট করবেন। লিগ শেষ হবে আগামী অক্টোবরে। সেই ফটোশুটটি কেমন হবে, তা বোঝাতে দলের ডিফেন্ডার নাতালিয়া মোরোজোভার কয়েকটি অর্ধনগ্ন ছবিও টুইটারে পোস্ট করা হয়েছে।
Если выиграем чемпионат России, то всей командой проведем эротическую фотосессию с кубком и медалями! pic.twitter.com/XBBmIHjf33
— ЖФК “Енисей” (@wfcenisey) April 19, 2018
তবে এটা স্পষ্ট নয়, এই প্রতিশ্রুতির কারণ কী? এটা কি বেটিং সিন্ডিকেটের প্রতি কোনো বার্তা? কারণ এই প্রতিশ্রুতির জেরে প্রতিযোগী দলগুলি তো আর ম্যাচ ছেড়ে দেবেন না।নাকি এটা স্রেফ সমর্থক জিতে নেওয়ার কৌশল।
ফুটবলমোদীরা অবশ্য এতে মোটেই খুশি হননি। তাঁদের বক্তব্য, ফুটবল ক্লাবের খেলা নিয়েই তাঁরা আগ্রহী, খেলোয়াড়দের খোলা বুকে তাঁদের তেমন আগ্রহ নেই। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, তাহলে কি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হলে এই দলের খেলোয়াড়রা পর্নোগ্রাফি করবেন!!
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।