খবর অনলাইন ডেস্ক: এবারের ইউরো কাপের ‘রাউন্ড অফ ১৬’-এর খেলা শেষ হয়েছে। যে দলগুলো কোয়ার্টার ফাইনালে গিয়েছে তাদের মধ্যে গত বারের চ্যাম্পিয়ন ইতালি নেই। তারা রাউন্ড অফ ১৬-য় সুইৎজারল্যান্ডের কাছে ০-২ গোলে হেরে বিদায় নিয়েছে। তবে গতবারের রানার্স আপ ইংল্যান্ড এবারেও কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। আর তুরস্ক ২০০৮ সালের পর এই প্রথম ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।
যে ৮টি দেশ কোয়ার্টার ফাইনালে গিয়েছে তারা হল সুইৎজারল্যান্ড, জার্মানি, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস এবং তুরস্ক।
কোয়ার্টার ফাইনালের ক্রীড়াসূচি (ভারতীয় সময়)
(১) স্পেন বনাম জার্মানি – স্টুটগার্ট – শুক্রবার ৫ জুলাই রাত সাড়ে ৯টা
(২) পর্তুগাল বনাম ফ্রান্স – হামবুর্গ – শুক্রবার ৫ জুলাই রাত সাড়ে ১২টা
(৩) ইংল্যান্ড বনাম সুইৎজারল্যান্ড – ডুসেলডর্ফ – শনিবার ৬ জুলাই রাত সাড়ে ৯টা
(৪) নেদারল্যান্ডস বনাম তুরস্ক – বার্লিন – শনিবার ৬ জুলাই রাত সাড়ে ১২টা
আরও পড়ুন