স্কটল্যান্ড: ১ (স্কট ম্যাকটমিনে) সুইৎজারল্যান্ড: ১ (জারদান শাকিরি)
খবর অনলাইন ডেস্ক: সুইৎজারল্যান্ডের সঙ্গে ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত রেখে মুল্যবান ১ পয়েন্ট সংগ্রহ করল স্কটল্যান্ড। জিইয়ে রাখল এবারের ইউরো কাপে ‘রাউন্ড অফ ১৬’-য় যাওয়ার আশা।
আর সুইৎজারল্যান্ডও শেষ ১৬-য় যাওয়ার দোরগোড়ায় রইল। গ্রুপ ‘এ’ থেকে জার্মানি ইতিমধ্যেই শেষ ১৬-য় চলে গিয়েছে। ২টি ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। সুইৎজারল্যান্ড ২টি ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করল। স্কটল্যান্ডের ২টি ম্যাচ থেকে ১ পয়েন্ট। আর হাঙ্গেরি ২টি ম্যাচ থেকে কোনো পয়েন্ট সংগ্রহ করতে না পেরে তাদের আর শেষ ১৬-য় যাওয়া হল না। তবে গ্রুপের ছবিটা পরিষ্কার হয়ে যাবে ২৪ জুন সোমবার। সেদিন জার্মানি খেলবে সুইৎজারল্যান্ডের সঙ্গে এবং স্কটল্যান্ড খেলবে হাঙ্গেরির বিরুদ্ধে।
প্রথমার্ধেই ২টি গোল
বুধবার কোলোন স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে ১২ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় স্কটল্যান্ড। কালাম ম্যাকগ্রেগরের কাছ থেকে পাস পেয়ে স্কট ম্যাকটমিন বাঁ পায়ে যে শট নেন সেই শট সুইৎজারল্যান্ডের গোলপোস্টের উপরের দিকে বাঁ কোণ ঘেঁষে ঢুকে জালে জড়িয়ে যায়।
১৩ মিনিট পরেই ম্যাচে সমতা ফেরায় সুইৎজারল্যান্ড। স্কটল্যান্ডের বক্সের বাইরে থেকে জারদান শাকিরি যে দুর্দান্ত শট নেন সেই শট গোলের উপরের দিকে বাঁ কোণ ঘেঁষে ঢুকে যায়। ম্যাচের ফল দাঁড়ায় ১-১।
এর পর ম্যাচের বাকি সময়টা দুটি দলই একে অপরের ওপর আক্রমণ চালিয়ে গিয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি।
আরও পড়ুন
ইউরো কাপ ২০২৪: ২টো ম্যাচে জিতে প্রথম দল হিসাবে ‘রাউন্ড অফ ১৬’-য় গেল জার্মানি