গত মরসুমে আইএসএলে লিগ-শিল্ড ও কাপ—দু’টিই জিতে ইতিহাস গড়েছিল মোহনবাগান। সেই জয়ের মূল কারিগরদের এবার সম্মানিত করল সর্বভারতীয় ফুটবল সংস্থা (AIFF)। শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ফেডারেশনের পক্ষ থেকে ‘বর্ষসেরা ফুটবলার’-এর সম্মান পেলেন মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বসু। একইসঙ্গে ‘বর্ষসেরা গোলকিপার’ হয়েছেন সবুজ-মেরুন শিবিরের বিশাল কাইথ।
শুধু পুরুষ বিভাগেই নয়, মহিলা ফুটবলেও বাংলার জয়জয়কার। এবারের মহিলা আই লিগ জেতা ইস্টবেঙ্গলের ফুটবলার সৌম্যা গুগুলথ হয়েছেন ‘বর্ষসেরা মহিলা ফুটবলার’।
বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন জামশেদপুর এফসি-র খালিদ জামিল। পরপর দু’বছর এই সম্মান পেলেন তিনি। তাঁর দল সুপার কাপের ফাইনালে উঠেছে। মহিলা দলের সেরা কোচ হয়েছেন সুজাতা কর, যাঁর দল শ্রীভূমি প্রথমবার মহিলা আই লিগে খেলেই তৃতীয় হয়েছে।
ফেডারেশনের তরফে উদীয়মান প্রতিভার সম্মানও দেওয়া হয়। পুরুষদের বিভাগে এই পুরস্কার পেয়েছেন গোয়ার মিডফিল্ডার ব্রাইসন ফার্নান্দেস। মহিলাদের বিভাগে পেয়েছেন থোইবিসানা চানু।
সেরা মহিলা গোলকিপার হয়েছেন পানথোই চানু। আর রেফারিদের মধ্যে ‘বর্ষসেরা রেফারি’-র সম্মান পেয়েছেন বেঙ্কটেশ আর।
মোহনবাগানের হয়ে একসঙ্গে একাধিক বিভাগে পুরস্কার জেতায় স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত সমর্থক মহল। মুম্বই সিটির পর মোহনবাগান দ্বিতীয় দল হিসাবে এক মরসুমে লিগ শিল্ড এবং কাপ—দু’টিই জিতেছে। দীর্ঘ দিন পরে জাতীয় স্তরে ‘বর্ষসেরা ফুটবলার’-এর সম্মান এক বাঙালির হাতে ওঠায় বাঙালি ফুটবলপ্রেমীদের গর্বের জায়গা আরও এক ধাপ উপরে উঠে গেল।