কলকাতা: পিছিয়ে গেল সনি নর্দের কলকাতায় আসার তারিখ। তবে বাগান সমর্থকদের চিন্তিত হওয়ার কিছু নেই। নির্ধারিত সময়ে অর্থাৎ ২৩ তারিখই শুরু হচ্ছে আই লিগের জন্য মোহনবাগানের অনুশীলন। সেদিন উপস্থিত থাকবেন কোচ ও অধিনায়ক দুজনেই। অর্থাৎ সঞ্জয় সেন ও সনি নর্দে।
বিষয়টা হল, সনির আসার কথা ছিল ২০ তারিখ গভীর রাতে। সেটা একদিন পিছিয়ে গেছে। সনি আসবেন ২১ তারিখ গভীর রাতে। গোটা পরিবার নিয়েই আসছেন সনি।
বুধবার সিকিম গভর্নর্স গোল্ড কাপ জয় উপলক্ষ্যে মোহনবাগান ক্লাবে পতাকা উত্তোলন হয়। ঠিক হয়েছে ইস্টবেঙ্গলের মতো মোহনবাগানও আইএসএল-এর দলের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলবে। ৩ নভেম্বর খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে, ৯ নভেম্বর খেলবে পুনে এফসি-র বিরুদ্ধে।