Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: শেষ ১৬-য় আগেই চলে যাওয়া স্পেন আলবানিয়াকেও হারাল

ইউরো কাপ ২০২৪: শেষ ১৬-য় আগেই চলে যাওয়া স্পেন আলবানিয়াকেও হারাল

প্রকাশিত

স্পেন: ১ (ফেরান তোরেস) আলবানিয়া: ১

খবর অনলাইন ডেস্ক: ২টি ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ ‘বি’ থেকে আগেই শেষ ১৬-য় চলে গিয়েছে স্পেন। কিন্তু তারা তাদের পারফরমেন্স অক্ষত রাখল গ্রুপের শেষ খেলায় আলবানিয়াকে ১-০ গোলে হারিয়ে।

গ্রুপ বি-তে শীর্ষে থেকে শেষ ১৬-য় গেল স্পেন। আর দ্বিতীয় দল হিসাবে গেল ইতালি, ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচ ১-১ গোলে ড্র করে। ভারতীয় সময় সোমবার মধ্যরাতে লাইপৎসিগ স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে স্পেন তাদের নিয়মিত প্লেয়ারদের ১০ জনকে বিশ্রামে পাঠায়। তার জায়গায় নতুন ১০ জনকে খেলায় তারা।

প্রথমার্ধেই ১-০

ম্যাচের শুরুতেই স্পেনকে চেপে ধরে আলবানিয়া। আসানির ক্রস বাঁচিয়ে দেন স্পেনের ডিফেন্ডার। পর মুহূর্তেই স্পেন আক্রমণ করে। গ্রিমালদোর শট রুখে দেন আলবানিয়ার ডিফেন্ডার। ম্যাচের ৫ মিনিটে খেলার প্রথম কর্নারটি পায় আলবানিয়া। তবে আসলানির ক্রস স্পেনের রক্ষণভাগকে টপকে বিশেষ কিছু করতে পারেনি।

খেলা সমানে সমানে চলতে থাকে। ১৩ মিনিটে গোল করে এগিয়ে যায় স্পেন। দানি ওলমো বাঁদিকে থাকা ফেরান তোরেসকে পাস বাড়ান। তাঁর মাটি ঘেঁষা শট আলবানিয়ার গোলের বাঁদিকের কোণ দিয়ে ঢুকে যায়।

প্রথমার্ধের একেবারে শেষ দিকে ম্যাচে সমতা আনার সুযোগ পেয়েছিল আলবানিয়া। একদম বক্সের ধার থেকে দুর্দান্ত শট নেন আসলানি। স্পেনের গোলকিপার দাভিদ রায়া ঝাঁপিয়ে পড়ে তা বাঁচিয়ে দেন। প্রথমার্ধে স্পেন ১-০ গোলে এগিয়ে থাকে।

দ্বিতীয়ার্ধে দুটো সুযোগ আলবানিয়ার

দ্বিতীয়ার্ধে আরও অন্তত দুটো সুযোগ পেয়েছিল আলবানিয়া ম্যাচে সমতা ফেরানোর। ৬৪ মিনিটে একটা সেট পিস থেকে স্প্যানিশ বক্সের মধ্যে বল পেয়ে যান আলবানিয়ার ব্রোজা। তিনি যে দুরন্ত শট নেন তাও অবিশ্বাস্য ভাবে বাঁচিয়ে দেন রায়া।

আলবানিয়ার আবার সুযোগ মেলে অতিরিক্ত সময়ের ২ মিনিটে। এবারেও একই কাহিনি। একটা ক্রস থেকে বল পেয়ে ব্রোজা যে শট নেন তা দুর্দান্ত ভাবে বাঁচিয়ে দেন দাভিদ রায়া। রায়ার ক্রীড়াদক্ষতায় এবারের ইউরো কাপের গ্রুপ লিগে স্পেনের খাতা পরিষ্কার থাকল।   

আরও পড়ুন 

ইউরো কাপ ২০২৪: ৯৮ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে ড্র, শেষ ১৬-য় গেল ইতালি

সাম্প্রতিকতম

স্মার্টফোনে ম্যালওয়্যার আছে কি না কী ভাবে বুঝবেন, কী করবেন ফোনকে সুরক্ষিত রাখতে

স্মার্টফোন আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সারাক্ষণ নেটজালে বন্দি রয়েছি আমরা, নেটের...

ভারতের নতুন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা, দায়িত্ব গ্রহণ বুধবার থেকে, জানুন তাঁর পরিচয়

আরবিআই-এর ২৬তম গভর্নর হিসেবে নিয়োগ পেলেন সঞ্জয় মালহোত্রা। তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন এই প্রথিতযশা আইএএস অফিসার।

চলতি অধিবেশনেই ‘এক দেশ, এক ভোট’ বিল পেশ করতে পারে মোদী সরকার, তীব্র বিতর্কের সম্ভাবনা

শীতকালীন অধিবেশনে কেন্দ্র আনতে চলেছে ‘এক দেশ, এক নির্বাচন’ বিল। ঐক্যমত গড়ে তোলার উদ্যোগ নিয়েছে মোদী সরকার। বিরোধীদের অংশগ্রহণে আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ ভারতের

সোমবার ঢাকায় বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর প্রতিবেশী দেশে...

আরও পড়ুন

আইএসএল ২০২৫: নর্থইস্টকে ২-০ গোলে হারিয়ে জয়ের হ্যাটট্রিক, লিগ টেবিলের শীর্ষে মোহনবাগান

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (মনবীর সিং, লিস্টন কোলাসো) নর্থইস্ট...

আইএসএল ২০২৪-২৫: চেন্নাইকে হারিয়ে পর পর দুটো ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল, উঠে এল দু’ ধাপ

ইস্টবেঙ্গল এফসি: ২ (বিষ্ণু পুতিয়া বলাপ্পিল, জিকসন সিং থৌনাওজাম) ...

আইএসএল ২০২৪-২৫: হারের হ্যাটট্রিক মহমেডানের, লিগ টেবিলে তৃতীয় স্থানে চলে গেল পঞ্জাব

পঞ্জাব এফসি: ২ (লুকা মাজসেন, ফিলিপ মিরজলিয়াক) মহমেডান এসসি:...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে