স্পেন: ১ (ফেরান তোরেস) আলবানিয়া: ১
খবর অনলাইন ডেস্ক: ২টি ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ ‘বি’ থেকে আগেই শেষ ১৬-য় চলে গিয়েছে স্পেন। কিন্তু তারা তাদের পারফরমেন্স অক্ষত রাখল গ্রুপের শেষ খেলায় আলবানিয়াকে ১-০ গোলে হারিয়ে।
গ্রুপ বি-তে শীর্ষে থেকে শেষ ১৬-য় গেল স্পেন। আর দ্বিতীয় দল হিসাবে গেল ইতালি, ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচ ১-১ গোলে ড্র করে। ভারতীয় সময় সোমবার মধ্যরাতে লাইপৎসিগ স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে স্পেন তাদের নিয়মিত প্লেয়ারদের ১০ জনকে বিশ্রামে পাঠায়। তার জায়গায় নতুন ১০ জনকে খেলায় তারা।
প্রথমার্ধেই ১-০
ম্যাচের শুরুতেই স্পেনকে চেপে ধরে আলবানিয়া। আসানির ক্রস বাঁচিয়ে দেন স্পেনের ডিফেন্ডার। পর মুহূর্তেই স্পেন আক্রমণ করে। গ্রিমালদোর শট রুখে দেন আলবানিয়ার ডিফেন্ডার। ম্যাচের ৫ মিনিটে খেলার প্রথম কর্নারটি পায় আলবানিয়া। তবে আসলানির ক্রস স্পেনের রক্ষণভাগকে টপকে বিশেষ কিছু করতে পারেনি।
খেলা সমানে সমানে চলতে থাকে। ১৩ মিনিটে গোল করে এগিয়ে যায় স্পেন। দানি ওলমো বাঁদিকে থাকা ফেরান তোরেসকে পাস বাড়ান। তাঁর মাটি ঘেঁষা শট আলবানিয়ার গোলের বাঁদিকের কোণ দিয়ে ঢুকে যায়।
প্রথমার্ধের একেবারে শেষ দিকে ম্যাচে সমতা আনার সুযোগ পেয়েছিল আলবানিয়া। একদম বক্সের ধার থেকে দুর্দান্ত শট নেন আসলানি। স্পেনের গোলকিপার দাভিদ রায়া ঝাঁপিয়ে পড়ে তা বাঁচিয়ে দেন। প্রথমার্ধে স্পেন ১-০ গোলে এগিয়ে থাকে।
দ্বিতীয়ার্ধে দুটো সুযোগ আলবানিয়ার
দ্বিতীয়ার্ধে আরও অন্তত দুটো সুযোগ পেয়েছিল আলবানিয়া ম্যাচে সমতা ফেরানোর। ৬৪ মিনিটে একটা সেট পিস থেকে স্প্যানিশ বক্সের মধ্যে বল পেয়ে যান আলবানিয়ার ব্রোজা। তিনি যে দুরন্ত শট নেন তাও অবিশ্বাস্য ভাবে বাঁচিয়ে দেন রায়া।
আলবানিয়ার আবার সুযোগ মেলে অতিরিক্ত সময়ের ২ মিনিটে। এবারেও একই কাহিনি। একটা ক্রস থেকে বল পেয়ে ব্রোজা যে শট নেন তা দুর্দান্ত ভাবে বাঁচিয়ে দেন দাভিদ রায়া। রায়ার ক্রীড়াদক্ষতায় এবারের ইউরো কাপের গ্রুপ লিগে স্পেনের খাতা পরিষ্কার থাকল।
আরও পড়ুন
ইউরো কাপ ২০২৪: ৯৮ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে ড্র, শেষ ১৬-য় গেল ইতালি