স্পেন: ৩ (আলবারো মোরাতা, ফাবিয়ান রুইৎজ, দানি কারবাখাল) ক্রোয়েশিয়া:০
খবর অনলাইন ডেস্ক: প্রথমার্ধের ৩টি গোলেই ম্যাচের ফয়সালা করে নিল স্পেন। ২০০৮ এবং ২০১২-এর চ্যাম্পিয়ন স্পেন ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে এবারের ইউরো কাপ অভিযান দারুণ ভাবে শুরু করল। স্পেনের হয়ে ৩টি গোল করেন আলবারো মোরাতা, ফাবিয়ান রুইৎজ এবং দানি কারবাখাল।
প্রথমার্ধের ৩ গোল কীভাবে
দুটি দলই আক্রমণ, পালটা আক্রমণের মধ্যে দিয়ে খেলা এগিয়ে নিয়ে যেতে থাকে। ম্যাচের ২৯ মিনিটে অচলাবস্থা ভাঙেন আলবারো মোরাতা। ক্রোয়েশিয়ার রক্ষণভাগকে মাঝখান দিয়ে স্পেনের অধিনায়ক মোরাতার উদ্দেশে নিখুঁত পাস বাড়ান ফাবিয়ান রুইৎজ। মোরাতা বল নিয়ে এগিয়ে যান এবং ক্রোয়েশিয়ার গোলকিপার দোমিনিক লিভাকোভিচকে কাটিয়ে বল গোলে ঠেলে দেন।
প্রথম গোলটিতে সাহায্য করার পর ৩ মিনিট পরেই গোল করেন রুইৎজ। ক্রোয়েশিয়ার বক্সে বল পেয়ে যান রুইৎজ। ক্রোয়েশিয়ার রক্ষণভাগের জনাদুয়েক খেলোয়াড়কে কাটিয়ে মাটি ঘেঁষা শটে দূরের পোস্ট দিয়ে বল গোলে ঢুকিয়ে দেন তিনি।
স্পেনের তৃতীয় গোল আসে বিরতির পর অতিরিক্ত সময়ের ২ মিনিটের মাথায়। ডান দিক থেকে বল নিয়ে এগিয়ে যান ইউরো কাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় লামিনে ইয়ামাল। বক্সের মধ্যে তাঁর কাছ থেকে বল পেয়ে গোল করতে কোনো ভুলচুক করেননি দানি কারবাখাল। বিরতিতেই ৩-০ গোলে এগিয়ে যায় স্পেন।
ক্রোয়েশিয়ার গোল বাতিল
ম্যাচের ৭৮ মিনিটে পায় ক্রোয়েশিয়া। স্পেনের গোলমুখে বল ক্লিয়ার করতে গড়িমসি করেন গোলকিপার সাইমন। বল পেয়ে যান মাজের। তিনি বল দিয়ে দেন পেরিসিচকে। পেরিসিচকে অবৈধভাবে বাধা দেন রোদ্রি। রেফারি পেনাল্টি দেন। পেতকভিচের প্রথম শট সাইমন বাঁচিয়ে দেন। বল রিবাউন্ড হয়ে পেরিসিচের কাছে এলে তিনি তা ফের পাঠিয়ে দেন পেতকভিচকে। পেতকভিচ দ্বিতীয় প্রচেষ্টায় বল স্পেনের গোলে ঢুকিয়ে দেন। কিন্তু সেই গোল বাতিল করে দেন রেফারি। রেফারির যুক্তি, পেতকভিচ পেনাল্টি শট নেওয়ার আগেই পেরিসিচ বক্সের ভিতরে ছুটে গিয়েছিলেন।
এর পর আর কোনো পক্ষই গোল করার তেমন কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি। ফলে ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে স্পেন এবারের ইউরো অভিযান শুরু করল।
আরও পড়ুন
ইউরো কাপ ২০২৪: হাঙ্গেরিকে ৩-১ গোলে হারিয়ে অভিযান শুরু সুইৎজারল্যান্ডের