Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: প্রথমার্ধেই ক্রোয়েশিয়ার বিরুদ্ধে স্পেনের ৩ গোল

ইউরো কাপ ২০২৪: প্রথমার্ধেই ক্রোয়েশিয়ার বিরুদ্ধে স্পেনের ৩ গোল

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

স্পেন: ৩ (আলবারো মোরাতা, ফাবিয়ান রুইৎজ, দানি কারবাখাল)  ক্রোয়েশিয়া:০

খবর অনলাইন ডেস্ক: প্রথমার্ধের ৩টি গোলেই ম্যাচের ফয়সালা করে নিল স্পেন। ২০০৮ এবং ২০১২-এর চ্যাম্পিয়ন স্পেন ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে এবারের ইউরো কাপ অভিযান দারুণ ভাবে শুরু করল। স্পেনের হয়ে ৩টি গোল করেন আলবারো মোরাতা, ফাবিয়ান রুইৎজ এবং দানি কারবাখাল।

প্রথমার্ধের ৩ গোল কীভাবে

দুটি দলই আক্রমণ, পালটা আক্রমণের মধ্যে দিয়ে খেলা এগিয়ে নিয়ে যেতে থাকে। ম্যাচের ২৯ মিনিটে অচলাবস্থা ভাঙেন আলবারো মোরাতা। ক্রোয়েশিয়ার রক্ষণভাগকে মাঝখান দিয়ে স্পেনের অধিনায়ক মোরাতার উদ্দেশে নিখুঁত পাস বাড়ান ফাবিয়ান রুইৎজ। মোরাতা বল নিয়ে এগিয়ে যান এবং ক্রোয়েশিয়ার গোলকিপার দোমিনিক লিভাকোভিচকে কাটিয়ে বল গোলে ঠেলে দেন।

প্রথম গোলটিতে সাহায্য করার পর ৩ মিনিট পরেই গোল করেন রুইৎজ। ক্রোয়েশিয়ার বক্সে বল পেয়ে যান রুইৎজ। ক্রোয়েশিয়ার রক্ষণভাগের জনাদুয়েক খেলোয়াড়কে কাটিয়ে মাটি ঘেঁষা শটে দূরের পোস্ট দিয়ে বল গোলে ঢুকিয়ে দেন তিনি।

স্পেনের তৃতীয় গোল আসে বিরতির পর অতিরিক্ত সময়ের ২ মিনিটের মাথায়। ডান দিক থেকে বল নিয়ে এগিয়ে যান ইউরো কাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় লামিনে ইয়ামাল। বক্সের মধ্যে তাঁর কাছ থেকে বল পেয়ে গোল করতে কোনো ভুলচুক করেননি দানি কারবাখাল। বিরতিতেই ৩-০ গোলে এগিয়ে যায় স্পেন।

ক্রোয়েশিয়ার গোল বাতিল

ম্যাচের ৭৮ মিনিটে পায় ক্রোয়েশিয়া। স্পেনের গোলমুখে বল ক্লিয়ার করতে গড়িমসি করেন গোলকিপার সাইমন। বল পেয়ে যান মাজের। তিনি বল দিয়ে দেন পেরিসিচকে। পেরিসিচকে অবৈধভাবে বাধা দেন রোদ্রি। রেফারি পেনাল্টি দেন। পেতকভিচের প্রথম শট সাইমন বাঁচিয়ে দেন। বল রিবাউন্ড হয়ে পেরিসিচের কাছে এলে তিনি তা ফের পাঠিয়ে দেন পেতকভিচকে। পেতকভিচ দ্বিতীয় প্রচেষ্টায় বল স্পেনের গোলে ঢুকিয়ে দেন। কিন্তু সেই গোল বাতিল করে দেন রেফারি। রেফারির যুক্তি, পেতকভিচ পেনাল্টি শট নেওয়ার আগেই পেরিসিচ বক্সের ভিতরে ছুটে গিয়েছিলেন।

এর পর আর কোনো পক্ষই গোল করার তেমন কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি। ফলে ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে স্পেন এবারের ইউরো অভিযান শুরু করল।  

আরও পড়ুন

ইউরো কাপ ২০২৪: হাঙ্গেরিকে ৩-১ গোলে হারিয়ে অভিযান শুরু সুইৎজারল্যান্ডের

ইউরো কাপ ২০২৪: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে সর্বাধিক ব্যবধানে জিতে রেকর্ড করল জার্মানি

            

সাম্প্রতিকতম

ওজন কমাতে লেমনগ্রাস টি? এই ৪ ধরনের মানুষ খেলে বিপদ!

অনেকেই লেমনগ্রাস টি খেয়ে ডিটক্স করেন বা ওজন কমান। কিন্তু গর্ভবতী মহিলা, ডায়াবেটিস রোগী বা কিডনি অসুস্থতায় ভুগছেন, তাঁদের জন্য এই হার্বাল টি বিপজ্জনকও হতে পারে।

আধার কার্ডে ঠিকানা কীভাবে পরিবর্তন করব?

আধার কার্ডে ঠিকানা আপডেট করার অনলাইন পদ্ধতি জেনে নিন। কী কী ডকুমেন্ট লাগবে এবং কত দিনে আপডেট হবে, সব তথ্য এক জায়গায়।

রেশন কার্ডে নতুন সদস্য কীভাবে যুক্ত করব?

পশ্চিমবঙ্গে ডিজিটাল রেশন কার্ডে নতুন সদস্য যোগ করার অনলাইন পদ্ধতি জানুন। সহজ স্টেপ-বাই-স্টেপ গাইড ও অফিসিয়াল লিংক সহ।

ভূমিকম্পে কেঁপে উঠল গুয়াহাটি ও আশেপাশের এলাকা  

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসমে আবার ভূমিকম্পের অনুভূতি। মঙ্গলবার সকালে ৯টা ২২ মিনিট নাগাদ কম্পন...

আরও পড়ুন

১৩৪তম ডুরান্ড কাপ উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রতিযোগিতা শুরু হবে ২৩ জুলাই

সঞ্জয় হাজরা শুক্রবার নয়াদিল্লিতে ১৩৪তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপের সূচনা হল। এশিয়ার প্রাচীনতম ও ভারতের...

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

ফেডারেশনের পুরস্কারে বাংলার জয়জয়কার, বর্ষসেরা শুভাশিস, সেরা গোলকিপার বিশাল, সম্মান পেলেন আরও অনেকে

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন মোহনবাগানের শুভাশিস বসু। সেরা গোলকিপারের সম্মান পেলেন বিশাল কাইথ। মহিলাদের বিভাগেও ইস্টবেঙ্গলের সৌম্যা গুগুলথ পেলেন স্বীকৃতি।