subhasb

ওয়েবডেস্ক: বৃহস্পতিবার লিগের ম্যাচে টালিগঞ্জের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। ফলে রুটিন মাফিক সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কোচ সুভাষ ভৌমিক। কিন্তু সেই পরিস্থিতি পুরোটাই বদলে গেল যখন সাংবাদিকদের দি্ক থেকে প্রশ্ন উড়ে এল নতুন স্প্যানিশ কোচকে নিয়ে। ইতিমধ্যেই প্রকাশিত, আগস্টের মধ্যেই লাল-হলুদে যোগ দিতে চলে আসছেন স্পেনের কোচ আলেজান্দ্রো মেনেনডেজ।

এই বিষয়ে কথা বলার আগে সাংবাদিকদের উদ্দেশে সুভাষ বলেন, “আপনারা রেকর্ডার অন করুন। আমিও আমার ফোনের রেকর্ডার অন করছি। যা বলব রেকর্ড হয়ে থাকবে”। অর্থাৎ সাংবাদিকদের প্রতি এক প্রকার অবিশ্বাসের সুরই ঝরে পড়ল তাঁর কথায়।

প্রশ্ন: আপনি জানতেন নতুন কোচ আসছেন?

সুভাষ: আমি দু’মাস আগে থেকেই জানতাম নতুন কোচ আসছে।

প্রশ্ন: তাহলে এ বার কী করবেন?

সুভাষ: ভারতীয় ফুটবল সম্বন্ধে জ্ঞান আছে। তবে বিদেশি ফুটবল সম্বন্ধে নেই। বিদেশি কোচের কাছ থেকে শিখব। ক্লাবের ভালোর জন্য তাঁর সঙ্গে কাজ করতে কোনো অসুবিধা হবে না।

প্রশ্ন: এ বার আপনার পদ কী?

সুভাষ:  সেটা ক্লাবের ব্যাপার। ক্লাবই ঠিক করবে।

প্রশ্ন: তা হলে কি নিজের থেকে ছেড়ে দেবেন?

সুভাষ: না, নিজের থেকে ছাড়ব না।

প্রশ্ন: আপনার সঙ্গে কি ক্লাবের মাসিক চুক্তি?

সুভাষ: আমি কখনও কোনো ক্লাবের সঙ্গে স্বল্প মেয়াদি চুক্তি করি না।

অবশ্য এই ব্যাপারে ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার জানিয়েছিলেন, সুভাষের সঙ্গে ক্লাবের কোনো স্থায়ী চুক্তি নেই। বিদেশি কোচের বিষয়টা আসিয়ানজয়ী কোচকে জানিয়েও দেওয়া হয়েছে। স্পেনের কোচ এবং সুভাষ, দু’পক্ষ যদি যদি পরস্পরের সঙ্গে কাজ করতে চান, তা হলে সুভাষ থাকবেন।

ফলে সাংবাদিক সম্মেলনে সুভাষের বক্তব্যের সঙ্গে শীর্ষ কর্তার বক্তব্যের অমিল-ই দু’তরফের বিরোধিতা স্পষ্ট করে দিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন