Homeখেলাধুলোফুটবলআন্তর্জাতিক ফুটবলজীবনের অভিষেক ম্যাচেই গোল করেছিলেন সুনীল, ফিরে এলেন আবার

আন্তর্জাতিক ফুটবলজীবনের অভিষেক ম্যাচেই গোল করেছিলেন সুনীল, ফিরে এলেন আবার

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফিরে এলেন ভারতের তারকা ফুটবলার সুনীল ছেত্রী। আট মাসের মধ্যে সিদ্ধান্ত বদল করে আবার ভারতের জার্সি গায়ে চাপিয়ে খেলতে দেখা যাবে সুনীলকে। এই মার্চেই ভারতের দুটি আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। সেই দুটি ম্যাচে সুনীলকে খেলতে দেখা যাবে। সুনীলের ফিরে আসার খবরে সিলমোহর দিয়েছে এআইএফএফ।

১৯ বছরের আন্তর্জাতিক ফুটবলজীবন সুনীল ছেত্রীর। খেলেছেন ১৫০টি ম্যাচ। ৯৪টি গোলও করেছেন। ২০০৫-এর ১২ জুন পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলেছিলেন সুনীল। প্রথম ম্যাচেই গোল করেছিলেন।

সুনীলের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা ছিল ২০০৭ নেহরু কাপ। প্রথম ম্যাচে কম্বোডিয়াকে ৬-০ গোলে হারায় ভারত। এর মধ্যে দু’টি গোল করেছিলেন সুনীল। সিরিয়ার কাছে ভারত হেরে গিয়েছিল, কিন্তু কিরঘিজস্থানের বিরুদ্ধে জিতেছিল। দুটি ম্যাচেই গোল করেছিলেন তিনি। ভারতীয় ফুটবলকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার নেপথ্যে বড় ভূমিকা পালন করেছিলেন সুনীল।

গত বছর ৬ জুন কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ফিফা বিশ্বকাপ কোয়ালিফাইং পর্বে কুয়েতের বিরুদ্ধে ম্যাচটাই ছিল তখনকার মতো সুনীলের শেষ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। সেই ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হয়। দু’ দশকের উজ্জ্বল ক্রীড়াজীবনে ইতি টেনে সে দিনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ৪০ বছরের সুনীল ছেত্রী। এ বার সেই অবসরে ইতি টেনে আবার দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন।    

ফিফার আন্তর্জাতিক ম্যাচে সুনীল যে ফিরে আসছেন সে কথা সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। পোস্টে লেখা হয়েছে, “সুনীল ছেত্রী ফিরে এলেন। অধিনায়ক, নেতা এবং কিংবদন্তি মার্চে ফিফা আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য ভারতীয় জাতীয় দলে ফিরছেন।”

মার্চে দু’টি আন্তর্জাতিক ম্যাচ রয়েছে ভারতের। প্রথমটি ১৯ মার্চ, মলদ্বীপের বিরুদ্ধে। সেটা প্রীতি ম্যাচ। আর ২৫ মার্চ রয়েছে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। সেই ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। এই দু’টি ম্যাচেই খেলতে দেখা যাবে সুনীলকে। দু’টি ম্যাচই হবে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে।

সাম্প্রতিকতম

তীব্র শারীরিক যন্ত্রণায় কাতর রোগীদের মধ্যে বাড়ছে মানসিক অবসাদ ও উৎকণ্ঠা

লাখ লাখ প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে উদ্বেগজনক মাত্রায় বাড়ছে মানসিক উদ্বেগ, উৎকণ্ঠা ও অবসাদ। আমেরিকান...

আইপিএল ২০২৫: সমানে সমানে লড়াই, শ্রেয়সের ব্যাট আর অর্শদীপের বল জিতিয়ে দিল পঞ্জাবকে  

পঞ্জাব কিংস: (২৪৩-৫) (শ্রেয়স আয়ার ৯৭ নট আউট, প্রিয়াংশ আর্য ৪৭, শশাঙ্ক সিংহ ৪৪...

ফেলনা নয় পেঁয়াজের খোসা, আটকাবে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মিও

ফেলনা নয় পেঁয়াজের খোসা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য—পেঁয়াজের খোসা নাকি আটকাতে পারে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি। বিস্তারিত জানুন।

কলকাতায় তাপপ্রবাহের আশঙ্কা, মার্চের শেষে পারদ ছুঁতে পারে ৩৮°!

মার্চের শেষে কলকাতায় তীব্র গরমের সম্ভাবনা, পারদ ছুঁতে পারে ৩৮ ডিগ্রি। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ছাড়াবে ৪০°! ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন

আইএসএল-এর প্লে-অফ সূচি ঘোষণা, সেমিত কবে নামছে মোহনবাগান

ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৪-২৫ মরশুমের প্লে-অফের সূচি ঘোষিত হল শনিবার। চলতি সপ্তাহে লিগ...

আইএসএল ২০২৪-২৫: বেঙ্গালুরুকে হারিয়ে ষষ্ঠ দল হিসাবে প্লে অফে পৌঁছে গেল মুম্বই  

বেঙ্গালুরু: আইএসএল টেবিলে প্রথম পাঁচটি স্থানে থাকা দল আগেই প্লে অফে চলে গিয়েছিল। ষষ্ঠ...

মোহনবাগানের অপরাজেয় শীল্ডজয়ের উৎসবে ‘গার্ডেনরিচ মেরিনার্স’, বর্ণাঢ্য শোভাযাত্রায় মাতলেন সমর্থকরা

আইএসএলের ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হল মোহনবাগান সুপার জায়ান্ট। গার্ডেনরিচে ‘গার্ডেনরিচ মেরিনার্স’ আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় আট থেকে আশি মেতে উঠলেন সবুজ-মেরুন সমর্থকরা।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে