zidane2

ওয়েবডেস্ক: ইতিমধ্যেই ফের একবার রেয়াল মাদ্রিদের কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। শেষের দিকে চলতি মরশুম। ফলে আগামী মরশুমের জন্য এখন থেকেই দল তৈরিতে তৎপর তিনি। শোনা যাচ্ছে সেই তালিকায় রয়েছেন বেশ কয়েকজন তারকা তারকা ফুটবলার।

স্পেনে সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী, দায়িত্ব নিয়ে জিদান ফোন করেন চেলসির তারকা ফুটবলার এডেন হ্যাজার্ডকে। তাঁকে রেয়ালে আসার জন্য। এবং হ্যাজার্ড নিজেও সম্মতি দিয়েছেন রেয়ালে খেলার ব্যাপারে।

আরও পড়ুন: ঋষভ পন্থ জংলি ঘোড়া, ওকে বশে আনতে হবে: প্রাক্তন ভারত অধিনায়ক

তবে এই মুহূর্তে ট্রান্সফার ব্যানের মধ্যে রয়েছে চেলসি। ফলে তাঁকে যদি রেয়াল না পায়, সে ক্ষেত্রে অন্য তারকার দিকে মনোনিবেশ করতে পারে স্পেনের দলটি।

hazard

রেয়ালের রেডারে রয়েছেন লিভারপুলের তারকা ফুটবলার সাদিও মানে-ও। মানে নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে চান। তবে তাঁকে নিতে গেলে ১৩ কোটি পাউন্ড খরচ করতে হবে রেয়ালকে।

mane

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here