Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: হাঙ্গেরিকে ৩-১ গোলে হারিয়ে অভিযান শুরু সুইৎজারল্যান্ডের  

ইউরো কাপ ২০২৪: হাঙ্গেরিকে ৩-১ গোলে হারিয়ে অভিযান শুরু সুইৎজারল্যান্ডের  

প্রকাশিত

সুইৎজারল্যান্ড: ৩ (কোয়াদো দুয়াহ, মাইকেল আইবিশের, ব্রিল এমবোলো) হাঙ্গেরি: ১ (বার্নাবাস ভার্গা)

খবর অনলাইন ডেস্ক: এবারের ইউরো অভিযান দুর্দান্তভাবে শুরু করল সুইৎজারল্যান্ড। শনিবার কোলোন স্টেডিয়ামে স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে তারা ৩-১ গোলে হারাল হাঙ্গেরিকে। কোয়াদো দুয়াহ এবং মাইকেল আইবিশেরের গোলে বিরতির সময় মুরাত ইয়াকিনের সুইৎজারল্যান্ড ২-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করে জার্মানি। ম্যাচের শেষ দিকে অতিরিক্ত সময়ে ব্রিল এমবোলোর গোলে সুইৎজারল্যান্ড ৩-১ গোলে জিতে যায়।

কোয়াদো দুয়াহ এবং মাইকেল আইবিশের, দু’জনেরই এটা প্রথম আন্তর্জাতিক গোল। গত মাসেই আন্তর্জাতিক ম্যাচে দুয়াহর অভিষেক হয়েছে। এ দিন হাঙ্গেরির বিরুদ্ধে ম্যাচটি ছিল তাঁর দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ। লন্ডনে জন্মগ্রহণ করা ২৭ বছরের দুয়াহ বুলগেরিয়ার ক্লাব লুদোগোরেত্‌স রাৎসগার্ড-এর খেলে দুয়াহ।

ম্যাচের ১১ মিনিটে কোয়াদো দুয়াহর গোলটিতে সাহায্য করার পর বোলোগনার মিডফিল্ডার মাইকেল আইবিশের বিরতির মিনিটখানেক আগে দূর থেকে শট নিয়ে হাঙ্গেরির গোলকিপারকে পরাস্ত করেন। সুইৎজারল্যান্ডের হয়ে তাঁর এই প্রথম গোলটি ছিল দেখার মতন। বিরতিতে সুইৎজারল্যান্ড ২-০ গোলে এগিয়ে থাকে।  

বিরতির পর দু’ পক্ষই আক্রমণ, প্রতি আক্রমণে খেলতে থাকে। ম্যাচের ৬৫ মিনিটে ১টা গোল শোধ করে হাঙ্গেরি। সুইৎজারল্যান্ডের গোলমুখে দোমিনিক সোবোৎসলাইয়ের ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন বার্নাবাস ভার্গা।

ম্যাচের নির্ধারিত সময় ৯০ মিনিটের পর ৭ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। তারই দু’ মিনিটের মাথায় সুইৎজারল্যান্ডের হয়ে জয়সূচক গোলটি করেন ব্রিল এমবোলো। বক্সের একদম মাঝখান থেকে এমবোলোর ডান পায়ের শটে হাঙ্গেরির গোলকিপার পরাস্ত হন। প্রথম ম্যাচে সুইৎজারল্যান্ড জিতে যায় ৩-১ গোলে।

আরও পড়ুন

ইউরো কাপ ২০২৪: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে সর্বাধিক ব্যবধানে জিতে রেকর্ড করল জার্মানি

        

সাম্প্রতিকতম

রাতের বেলায় মহিলাদের গ্রেফতারকে ‘অবৈধ’ বলা যাবে না, তবে মানতে হবে শর্ত: মাদ্রাজ হাইকোর্ট

মহিলাদের সূর্যাস্তের পর গ্রেপ্তারের আইনি বিধিনিষেধ নির্দেশিকা মাত্র, বাধ্যতামূলক নয় বলে রায় দিল মাদ্রাজ হাইকোর্ট। তবে, পুলিশকে যথাযথ কারণ ব্যাখ্যা করতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশের শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’

গাজীপুরসহ সারাদেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসীদের ধরতে র‍্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছে।

যৌবন ধরে রাখতে চান? বিটরুটের রস হতে পারে আপনার গোপন অস্ত্র

সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে যে, বিটরুটের রস হতে পারে আপনার তারুণ্য ধরে রাখার গোপন অস্ত্র।

মেটায় বড়সড় ছাঁটাই: ৩,৬০০ কর্মী বরখাস্ত, এআই ব্যবহারে জোর সংস্থার

মেটা আগামী সোমবার থেকে ৩,৬০০ কর্মী ছাঁটাই করতে চলেছে। তবে সংস্থাটি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের দ্রুত নিয়োগের ওপর গুরুত্ব দিচ্ছে। ইউরোপের কয়েকটি দেশে স্থানীয় বিধিনিষেধের কারণে কর্মীদের ছাঁটাই করা হবে না।

আরও পড়ুন

আইএসএল ২০২৪-২৫: চেন্নাইয়ের কাছে হেরে আশাভঙ্গ ইস্টবেঙ্গলের, হায়দরাবাদের কাছে হেরে হ্যাটট্রিক মহমেডানের  

চেন্নাইয়িন এফসি: ৩ (নিশু কুমার, উইলমার জোর্দান গিল, ড্যানিয়েল চিমা চুকু) ইস্টবেঙ্গল এফসি:...

আইএসএল ২০২৪-২৫: ম্যাকলারেনের জোড়া গোল, সঙ্গী কোলাসো, পঞ্জাবকে হেলায় হারিয়ে প্লে অফে মোহনবাগান

মোহনবাগান সুপার জায়ান্ট: ৩ (জেমি ম্যাকলারেন ২, লিস্টন কোলাসো) ...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে