সুইৎজারল্যান্ড: ৩ (কোয়াদো দুয়াহ, মাইকেল আইবিশের, ব্রিল এমবোলো) হাঙ্গেরি: ১ (বার্নাবাস ভার্গা)
খবর অনলাইন ডেস্ক: এবারের ইউরো অভিযান দুর্দান্তভাবে শুরু করল সুইৎজারল্যান্ড। শনিবার কোলোন স্টেডিয়ামে স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে তারা ৩-১ গোলে হারাল হাঙ্গেরিকে। কোয়াদো দুয়াহ এবং মাইকেল আইবিশেরের গোলে বিরতির সময় মুরাত ইয়াকিনের সুইৎজারল্যান্ড ২-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করে জার্মানি। ম্যাচের শেষ দিকে অতিরিক্ত সময়ে ব্রিল এমবোলোর গোলে সুইৎজারল্যান্ড ৩-১ গোলে জিতে যায়।
কোয়াদো দুয়াহ এবং মাইকেল আইবিশের, দু’জনেরই এটা প্রথম আন্তর্জাতিক গোল। গত মাসেই আন্তর্জাতিক ম্যাচে দুয়াহর অভিষেক হয়েছে। এ দিন হাঙ্গেরির বিরুদ্ধে ম্যাচটি ছিল তাঁর দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ। লন্ডনে জন্মগ্রহণ করা ২৭ বছরের দুয়াহ বুলগেরিয়ার ক্লাব লুদোগোরেত্স রাৎসগার্ড-এর খেলে দুয়াহ।
ম্যাচের ১১ মিনিটে কোয়াদো দুয়াহর গোলটিতে সাহায্য করার পর বোলোগনার মিডফিল্ডার মাইকেল আইবিশের বিরতির মিনিটখানেক আগে দূর থেকে শট নিয়ে হাঙ্গেরির গোলকিপারকে পরাস্ত করেন। সুইৎজারল্যান্ডের হয়ে তাঁর এই প্রথম গোলটি ছিল দেখার মতন। বিরতিতে সুইৎজারল্যান্ড ২-০ গোলে এগিয়ে থাকে।
বিরতির পর দু’ পক্ষই আক্রমণ, প্রতি আক্রমণে খেলতে থাকে। ম্যাচের ৬৫ মিনিটে ১টা গোল শোধ করে হাঙ্গেরি। সুইৎজারল্যান্ডের গোলমুখে দোমিনিক সোবোৎসলাইয়ের ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন বার্নাবাস ভার্গা।
ম্যাচের নির্ধারিত সময় ৯০ মিনিটের পর ৭ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। তারই দু’ মিনিটের মাথায় সুইৎজারল্যান্ডের হয়ে জয়সূচক গোলটি করেন ব্রিল এমবোলো। বক্সের একদম মাঝখান থেকে এমবোলোর ডান পায়ের শটে হাঙ্গেরির গোলকিপার পরাস্ত হন। প্রথম ম্যাচে সুইৎজারল্যান্ড জিতে যায় ৩-১ গোলে।
আরও পড়ুন