ron2

ওয়েবডেস্ক: মঙ্গলবার গভীর রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় পর্বের ম্যাচে মাঠে নেমেছিল জুভেন্তাস। প্রথম পর্বে আতলেতিকোর বিরুদ্ধে হেরে যাওয়ার ফলে, ঘরের মাঠে দ্বিতীয় লেগটি ইতালিয়ান চ্যাম্পিয়নদের কাছে ছিল ডু অর ডাই। তবে দলে যখন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো ফুটবলার থাকেন, তখন যে চিন্তার করার খুব একটা দরকার পড়ে না তা এই ম্যাচে ফের প্রমাণিত।

প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে দু’টি গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন সি আর সেভেন। তাঁর একক দক্ষতায় ভর করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে জুভেন্তাস। চলতি মরশুম তাঁকে রেকর্ড অর্থে দলে নেয় জুভেন্তাস।

ম্যাচ শেষে স্কাই ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “এই রাতটা স্পেশাল হওয়ারই ছিল। এবং যা হয়েওছে। যদি আমরা এ ভাবে খেলে যেতে পারি, তা হলে আমাদের অনেক কারণ থাকবে গর্বিত হওয়ার। এ জন্যই জুভেন্তাস আমাকে দলে নিয়েছে। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি”।

তিনি আরও জানান, “এই রাতটা খুব ম্যাজিকাল। আতলেতিকো শক্ত প্রতিপক্ষ ছিল। তবে আমরা দেখিয়ে দিয়েছি আমরাও বড়ো দল। ধাপে ধাপে এগিয়ে চলেছি। দেখা যাক”।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here