মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বির ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ড বাইচুং ভুটিয়ার, ১টি হ্যাটট্রিকও করেন

0
Bhaichung Bhutia
বাইচুং ভুটিয়া।

মোহনবাগান আর ইস্টবেঙ্গল তাদের পরবর্তী ডার্বি ম্যাচে মুখোমুখি হচ্ছে আগামী ২৭ নভেম্বর আইএসএল-এর ২০২১-২২ টুর্নামেন্টে।

ডার্বি নিয়ে বাঙালি আবেগ-আক্রান্ত হয়। এ নিয়ে তাদের উন্মাদনার শেষ নেই। প্রথমে এই ম্যাচ বড়ো ম্যাচ বলেই অভিহিত হত। পরবর্তী কালে মোহনবাগান, ইস্টবেঙ্গলের ফুটবল-যুদ্ধ ডার্বি ম্যাচের অভিধা পায়। বিশ্বে যতগুলি ডার্বি ম্যাচ হয় তার মধ্যে প্রথম সারিতেই রয়েছে মোহনবাগান–ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ।

ডার্বি ম্যাচে সব চেয়ে বেশি গোল করার রেকর্ড রয়েছে কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়ার। তিনি মোট ১৯টি গোল করেছেন। এর মধ্যে ইস্টবেঙ্গলের হয়ে ১৩টি এবং মোহনবাগানের হয়ে ৬টি। সর্বাধিক গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন হোসে রামিরেজ ব্যারেটো, অর্থাৎ সকলের প্রিয় ব্যারেটো। তিনি করেছেন ১৭টি গোল এবং সব ক’টিই মোহনবাগানের হয়ে। এর পর ওই তালিকায় ক্রমান্বয়ে রয়েছেন যথাক্রমে চিমা (১৬টি), শিশির ঘোষ (১১টি) এবং হাবিব (১০টি)।

সর্বাধিক গোলদাতা  বাইচুং ভুটিয়া ডার্বি ম্যাচে হ্যাটট্রিকও করেছেন। তবে ডার্বির ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করেন মোহনবাগানের অমিয় দেব। ১৯৩৪ সালে ৫ সেপ্টেম্বর দ্বারভাঙ্গা শিল্ডের ম্যাচে মোহনবাগান ৪-১ গোলের ব্যবধানে ইস্টবেঙ্গলকে হারায়।  অমিয় দেব হ্যাটট্রিক-সহ ৪টি গোল করেন।

ডার্বির ইতিহাসে এর পরের হ্যাটট্রিক ১৯৩৭ সালে। এই হ্যাটট্রিকটিও মোহনবাগানের পক্ষে, করেন অসিত গাঙ্গুলি। রাজা শিল্ডের এই ম্যাচে মোহনবাগান ৪-০ গোলে হারায় ইস্টবেঙ্গলকে।

বাইচুং ভুটিয়ার হ্যাটট্রিক ডার্বির ইতিহাসে  তৃতীয় হ্যাটট্রিক এবং ইস্টবেঙ্গলের পক্ষে প্রথম। ১৯৯৭ সালের ১৩ জুলাই ফেডারেশন কাপে বাইচুং-এর হ্যাটট্রিকের সুবাদে মোহনবাগানকে ৪-১ গোলে হারায় ইস্টবেঙ্গল।

চতুর্থ হ্যাটট্রিকটি করেন এডে চিডি। ইনি প্রথম বিদেশি হিসেবে ডার্বিতে হ্যাটট্রিক করেন। ২০০৯ সালের ২৫ অক্টোবর আইলিগের ম্যাচে মোহনবাগান ৫-৩ গোলে ইস্টবেঙ্গলকে হারায়। এই ম্যাচে মোহনবাগানের হয়ে ৪টি গোল করেন চিডি।

আরও পড়তে পারেন

এটিকে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে ৩ বার, দেখে নেওয়া যাক আর কোন দল এই খেতাব পেয়েছে

২০২১-এ কি মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বির শত বছর পূর্ণ হল? দেখে নেওয়া যাক তথ্য কী বলে

আইএসএল-এ মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ ২৭ নভেম্বর, দু’ দলের বাকি ম্যাচ কবে কবে, দেখে নিন ক্রীড়াসূচি

আইএসএল-এর প্রথম ম্যাচ ১৯ নভেম্বর, এটিকে মোহনবাগান ও কেরল ব্লাস্টার্সের মধ্যে

বিজ্ঞাপন