Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: হেরেও শেষ ১৬-য় পর্তুগাল, সঙ্গে গেল তুরস্ক ও জর্জিয়া

ইউরো কাপ ২০২৪: হেরেও শেষ ১৬-য় পর্তুগাল, সঙ্গে গেল তুরস্ক ও জর্জিয়া

প্রকাশিত

জর্জিয়া: ২ (খিচা কারাতস্‌খেলিয়া, জর্জেস মিকাউতাদজে) পর্তুগাল: ০

তুরস্ক: ২ (হাকান কালহানোগ্লু, কেঙ্ক তোসান) চেকিয়া: ১ (টমাস সৌসেক)

খবর অনলাইন ডেস্ক: শেষ ১৬-য় আগেই চলে গিয়েছে পর্তুগাল। নিশ্চিন্ত ছিল তারা। তাই টিম নিয়ে পরীক্ষানিরীক্ষা করার জন্য প্রায় নতুন দল নামিয়েছিলেন পর্তুগালের কোচ। আর তারই খেসারত দিলেন তিনি। এবারের ইউরো কাপের গ্রুপ ‘এফ’ চূড়ান্ত দুটি ম্যাচের ১টিতে পর্তুগাল ২-০ গোলে হেরে গেল জর্জিয়ার কাছে। অপর ম্যাচটিতে তুরস্ক ২-১ গোলে হারাল চেকিয়াকে (চেক রিপাবলিক)।

গ্রুপ ‘এফ’-এর অবস্থা

গ্রুপ ‘এফ’ থেকে শেষ ১৬-য় গেল পর্তুগাল, তুরস্ক এবং জর্জিয়া। ৩টি ম্যাচ থেকে ৬ পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে পর্তুগাল। তুরস্কেরও ৩টি ম্যাচ থেকে ৬ পয়েন্ট। তবে গোল পার্থক্যের হিসাবে তারা দ্বিতীয় স্থানে। আর ৩টি ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে জর্জিয়া তৃতীয় স্থানে। ইউরো কাপের ৬টি গ্রুপের তৃতীয় স্থানাধিকারী ৬টি দলের মধ্যে যে ৪টি দল শেষ ১৬-য় গেল তারা হল স্লোভেনিয়া, নেদারল্যান্ডস, স্লোভাকিয়া এবং জর্জিয়া। চেকিয়া ছিটকে গেল ইউরো কাপ থেকে।

জর্জিয়া এই প্রথম কোনো বড়ো টুর্নামেন্টের নক আউটে

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে যাওয়ার পর জর্জিয়ার ফুটবলে এত বড়ো কাণ্ড কখনও ঘটেনি – ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছোনো, তাও আবার প্রাক্তন ইউরোপীয় চ্যাম্পিয়নকে হারিয়ে। কোনো বড়ো টুর্নামেন্টে এই প্রথম নক আউটে পৌঁছোল তারা। বুধবার গেলসেনকিরখেনের আরেনা আউফশালকে-তে প্রায় নতুন পর্তুগালকে ২-০ গোলে হারাল জর্জিয়া।

প্রবীণ ক্রিস্টিয়ানো রোনাল্ডো অবশ্য আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন ইউরোতে সবচেয়ে বয়স্ক গোলদাতা হওয়ার। কিন্তু তার চেষ্টা সফল হল না। পর্তুগালের ২টো গোল খাওয়ার জন্য দায় তাদের মিডফিল্ডার আন্তোনিও সিলভার। ম্যাচের ২ মিনিটেই গোল করে এগিয়ে যায় জর্জিয়া। আন্তোনিও সিলভার ভুল পাস থেকে বল পেয়ে যান জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে। মিকাউতাদজে বাঁদিকে থাকা খিচা কারাতস্‌খেলিয়ার কাছে বল পাস করে দেন। কারাতস্‌খেলিয়া পর্তুগালের জালে বড় জড়িয়ে দিতে কোনো ভুলচুক করেননি।

জর্জিয়া জয়ের ব্যবধান বাড়ায় দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে। নিজেদের বক্সে জর্জিয়ার লোকোসভিলিকে মারাত্মক ভাবে ফাউল করে বসেন আন্তোনিও সিলভা। পেনাল্টি থেকে গোল করেন মিকাউতাদজে। এবারের ইউরোতে মিকাউতাদজের এটি তৃতীয় গোল।         

euro cup georgia 16 27.06

অবিশ্বাস্য জয় জর্জিয়ার। ছবি UEFA EURO 2024 ‘X’ handle থেকে নেওয়া।

তুরস্ক-চেকিয়া ম্যাচে কার্ডের রেকর্ড

হামবুর্গের ফক্সপার্কস্টাডিওনে আয়োজিত ম্যাচে একেবারে শেষ মুহূর্তে জয়সূচক গোল করে ১০ জনের চেকিয়াকে ২-১ গোলে হারাল তুরস্ক। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের ৪ মিনিটে পেনাল্টি বক্সের ঠিক বাইরে থেকে কেঙ্ক তোসান যে দুর্দান্ত শট নেন তা ডান দিকের পোস্টের কোণ ঘেঁষে গোলে ঢুকে যায়। প্রি- কোয়ার্টার ফাইনালে অস্ট্রিয়ার মুখোমুখি হবে তুরস্ক।

আগের ইউরো কাপে যে চেক রিপাবলিক কোয়ার্টার ফাইনালে গিয়েছিল তারা এবার গ্রুপ স্টেজেই বিদায় নিল। তাদের দুর্ভাগ্য, ম্যাচের ২০ মিনিট থেকেই তারা ১০ জনে খেলতে বাধ্য হয়। মিড ফিল্ডার আন্তোনিন বরাক দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন।

এদিনের ম্যাচকে ঘিরে খেলার পরেও পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। দু’ পক্ষে তুমুল ঝগড়া, হাত চালাচালির জন্য রেফারি চেকিয়ার টমাস কোরেকেও লাল কার্ড দেখান। কার্ড দেখানোর জন্য ইউরো কাপের এই ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে। মোট ১৮টি কার্ড দেখান রেফারি। এর মধ্যে ১৬টা হলুদ কার্ড এবং ২টো লাল কার্ড। ইউরো কাপে এটা একটা রেকর্ড।

ম্যাচের ৫১ মিনিটে গোল করে এগিয়ে যায় তুরস্ক। তিনবার ইউরো খেলা হাকান কালহানোগ্লুর ইউরোতে প্রথম গোল। তাঁর নিচু শটে পরাস্ত করেন চেকিয়ার গোলকিপার জিন্দ্রিচ স্টানেককে। বল ধরতে গিয়ে কাঁধে আঘাত পান স্টানেক। তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। পরিবর্ত গোলকিপার নামেন।

চেকিয়ার হয়ে ম্যাচের ৬৬ মিনিটে সমতা ফেরান টমাস সৌসেক। একট লম্বা থ্রোয়ের পর তুরস্কের গোলমুখে জটলা সৃষ্টি হয়। সেই জটলা থেকেই আসল কাজটি সারেন সৌসেক। ১০ জনের চেকিয়া সমানে সমানে পাল্লা দিয়ে যায় তুরস্কের সঙ্গে। কিন্তু শেষরক্ষা হল না। অতিরিক্ত সময়ের গোলে জিতে গেল তুরস্ক।

আরও পড়ুন

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: আফগানিস্তানের স্বপ্নভঙ্গ, এই প্রথম পুরুষদের বিশ্বকাপ ফাইনালে সাউথ আফ্রিকা              

সাম্প্রতিকতম

করেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে করেগুট্টা পাহাড়ে মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চলছে। সপ্তম দিনে পাওয়া গেল গোপন আস্তানা, উদ্ধার বিস্তর সামগ্রী।

আধার কার্ড জালিয়াতি রুখতে বড় উদ্যোগ, নিজের নামে কত সিম চলছে জানুন সহজেই

আধার নম্বর ব্যবহার করে জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ। এখন অনলাইন পোর্টালে নিজের মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন আপনার নামে চালু থাকা সব সিমের তালিকা।

দক্ষিণবঙ্গে আজ থেকে আগামী ৪ দিন কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে আগামী ৪ দিন ধরে জোরদার কালবৈশাখী ও বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। গরম কমবে, তাপমাত্রা নেমে আসবে ৩০ ডিগ্রির ঘরে। বিস্তারিত আবহাওয়া প্রতিবেদন পড়ুন।

গোলাপ ফুল শুধু নয়, গোলাপ চায়েরও একাধিক গুণ! জানুন নিয়মিত খাওয়ার উপকারিতা

গোলাপ ফুল শুধু সৌন্দর্য বাড়ায় না, গোলাপ চায়েরও অসাধারণ উপকারিতা রয়েছে। গোলাপ চায়ে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্টের মতো পুষ্টিগুণ ওজন কমানো, ত্বক ভালো রাখা এবং হার্টের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে। জানুন কীভাবে বানাবেন গোলাপ চা।

আরও পড়ুন

কিশোর ভারতী স্টেডিয়ামে মহিলা ফুটবল প্রতিযোগিতা কন্যাশ্রী কাপের শুভ সূচনা

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার সূচনা হল কন্যাশ্রী কাপের। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তথা আইএফএ পরিচালিত এই...

আইএসএল ২০২৪-২৫: লিগ-শিল্ডের পরে কাপ এল মোহনবাগানের ঘরে, হার মানলেন সুনীল ছেত্রীরা

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেসন কামিংস, জেমি ম্যাকলারেন) বেঙ্গালুরু এফসি: ১ (আলবার্তো রদরিগুয়েজ আত্মঘাতী)   কলকাতা:...

আইএসএল ফাইনালের আগে আত্মবিশ্বাসে টইটম্বুর মোহনবাগান

আইএসএল ফাইনালের আগে যুবভারতীতে প্রস্তুতি চূড়ান্ত। সাংবাদিক সম্মেলনে একে অপরকে চ্যালেঞ্জ করলেন মোহনবাগান ও বেঙ্গালুরুর অধিনায়ক এবং কোচ।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে