Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: সমানে সমানে লড়ল দুই দেশ, ৩-১ গোলে জর্জিয়াকে হারাল...

ইউরো কাপ ২০২৪: সমানে সমানে লড়ল দুই দেশ, ৩-১ গোলে জর্জিয়াকে হারাল তুরস্ক

প্রকাশিত

তুরস্ক: ৩ (মার্ত ম্যুলদ্যুর, আর্দা গ্যুলার, কেরেম আকত্যুরকোগলু)  জর্জিয়া: ১ (জর্জেস মিকাউতাদসে)

খবর অনলাইন ডেস্ক: এবারের ইউরো কাপে অভিষেক হল জর্জিয়ার। আর তুরস্ককে এবারের ইউরোয় কালো ঘোড়া বলে মনে করা হচ্ছে। এই দুই দেশ যেরকম আক্রমণাত্মক খেলা খেলল, তা খুব কমই দেখা যায়। খেলার ফল যদিও তুরস্কের পক্ষে ৩-১, তবুও এই ফল যদি উলটো হত তা হলেও বলার কিছু ছিল না। সমানে সমানে খেলল দুই দেশ।

প্রথমার্ধে ১-১    

ম্যাচের শুরু থেকেই আক্রমণ প্রতি-আক্রমণে জমে ওঠে খেলা। দুটি দল সমানে সমানে লড়াই চালিয়ে যায়। ম্যাচের ২৫ মিনিটেই গোল করে এগিয়ে যায় তুরস্ক। জর্জিয়ার বক্সের ডান দিক থেকে মার্ত ম্যুলদ্যুরের ডান পায়ের শট জর্জিয়ার গোলের ডানদিকের উপরের কোণ ঘেঁষে ঢুকে যায়।

পরের মিনিটেই জর্জিয়ার গোলে আবার বল ঢোকে। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভার) সেই গোল বাতিল করে দেয়। আর্দা গ্যুলারের কাছ থেকে পাস পেয়ে ওরকুন ককসু বক্সের মাঝখান থেকে বাঁ পায়ে যে শট নেন তা লক্ষ্যভ্রষ্ট হয়। বল চলে যায় কেনান ইলদিজের কাছে। কেনানের শট জর্জিয়ার গোলে ঢুকে যায়। কিন্তু ‘ভার’-এর সিদ্ধান্তে তা বাতিল হয়।

গোল খেয়ে জর্জিয়া যেন তেড়েফুঁড়ে ওঠে। তারাও আক্রমণ শানাতে থাকে তুরস্কের রক্ষণভাগে এবং তার ফলও পেয়ে যায় ম্যাচের ৩১ মিনিটে। গিওরগি কোখোরাশভিলির কাছ থেকে পাস পেয়ে বক্সের মাঝখান থেকে ডান পায়ে যে শট নেন জর্জেস মিকাউতাদসে তা তুরস্কের গোলকিপারকে পরাস্ত করে গোলে ঢুকে যায়। বিরতিতে খেলার ফল থাকে ১-১।

তুরস্কের আরও ২টি গোল

দ্বিতীয়ার্ধে আবার দুই দল সমান তালে আক্রমণ চালিয়ে যেতে থাকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই মার্ত ম্যুলদ্যুর আবার জর্জিয়ার গোল লক্ষ্য করে শট নেন। গোলকিপার তা বাঁচিয়ে দেন। এর পর জর্জিয়াও গোল করার সুযোগ পায়, কিন্তু তা বাঁচিয়ে দেন তুরস্কের গোলকিপার।

অবশেষে ম্যাচের ৬৪ মিনিটে ব্যবধান বাড়ায় তুরস্ক। কান আয়হানের কাছ থেকে বল পেয়ে বক্সের ঠিক বাইরে থেকে জর্জিয়ার গোল লক্ষ্য করে বাঁ পায়ে শট নেন আর্দা গ্যুলার। বল বাঁ দিকের উপরের কোণ ঘেঁষে জর্জিয়ার গোলে ঢুকে যায়। ৬৯ মিনিটে জর্জিয়ার গিওরগি কোখোরাশভিলির ডান পায়ের শট তুরস্কের বারে লেগে ফিরে আসে। ৫ মিনিট পরেই জর্জিয়ার লুকা লোখোশভিলির হেড লক্ষ্যভ্রষ্ট হয়।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল পেয়ে যায় তুরস্ক। জর্জিয়ার ১১ জন খেলোয়াড়ই একেবারে তুরস্কের গোলমুখে চলে আসেন, এমনকি গোলকিপারও। হঠাৎ বল পেয়ে যান তুরস্কের কেরেম আকত্যুরকোগলু। ফাঁকা মাঠে বল নিয়ে এগিয়ে যান তিনি এবং ডান পায়ের শট ঢুকিয়ে দেন জর্জিয়ার গোলে। তুরস্ক জিতে যায় ৩-১ গোলে।

আরও পড়ুন

ইউরো কাপ ২০২৪: এমবাপ্পের অধিনায়কত্বে ফ্রান্স আত্মঘাতী গোলে জয় পেল অস্ট্রিয়ার বিরুদ্ধে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...

এইচএমআই-তে উদ্বোধন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের উদ্যোগে পেন্টাথেলন প্রতিযোগিতার সূচনা সান্দাকফু থেকে

খবর অনলাইন ডেস্ক: সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট ২০২৫ সালে আবার তাদের অনন্য ও চ্যালেঞ্জিং পেন্টাথেলন...

সংস্কৃতি, উৎসব, প্রকৃতি—দুর্গরাজ্য রাজস্থানকে পিছনে ফেলে পর্যটক টানতে এগিয়ে বাংলা

রাজস্থানের ঐতিহ্য আর দুর্গ নয়, এখন পর্যটকদের আকর্ষণ বৈচিত্র্য ও সংস্কৃতি। ২০২৪ সালে বিদেশি পর্যটকে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...