ওয়েবডেস্ক: হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রি কোয়ার্টার ফাইনালের ড্র। ড্র অনুযায়ী রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে নেইমারের পিএসজি-র। অন্যদিকে মেসির বার্সেলোনা মুখোমুখি হবে চেলসির। অন্যান্য ক্লাবগুলির মধ্যে কে কার মুখোমুখি হবে, দেখে নিন নীচের ছবিতে। প্রত্যেকেই একে অপরের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দু’বার খেলবে।
দেখে নিন দ্বিতীয় রাউন্ডের ক্রীড়াসূচি:
জুভেন্তাস(ইতালি) বনাম টটেনহ্যাম হটস্পার(ইংল্যান্ড)- ১৩ ফেব্রুয়ারি ও ৭ মার্চ
বাসেল(সুইজারল্যান্ড) বনাম ম্যানচেস্টার সিটি(ইংল্যান্ড)- ১৩ ফেব্রুয়ারি ও ৭ মার্চ
পোর্তো(পর্তুগাল) বনাম লিভারপুল(ইংল্যান্ড)- ১৪ ফেব্রুয়ারি ও ৬ মার্চ
রিয়াল মাদ্রিদ(স্পেন, বর্তমান চ্যাম্পিয়ন) বনাম প্যারিস সা জাঁ(ফ্রান্স)- ১৪ ফেব্রুয়ারি ও ৬ মার্চ
চেলসি(ইংল্যান্ড) বনাম বার্সেলোনা(স্পেন)- ২০ ফেব্রুয়ারি ও ১৪ মার্চ
বেয়ার্ন মিউনিখ বনাম বেসিকতাস(তুরস্ক)- ২০ ফেব্রুয়ারি ও ১৪ মার্চ
সেভিলা(স্পেন) বনাম ম্যানচেস্টার ইউনাইটেড(ইংল্যান্ড)- ২১ ফেব্রুয়ারি ও ১৩ মার্চ
শাখতার দোনেতস্ক(ইউক্রেন) বনাম রোমা(ইতালি)- ২১ ফেব্রুয়ারি ও ১৩ মার্চ