Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে লড়াইয়ে ফিরে এল ইউক্রেন

ইউরো কাপ ২০২৪: স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে লড়াইয়ে ফিরে এল ইউক্রেন

প্রকাশিত

ইউক্রেন: ২ (মাইকোলা শাপারেনকো, রোমান ইয়ারেমচুক) স্লোভাকিয়া: ১ (আইভান শ্রানৎজ)

খবর অনলাইন ডেস্ক: ইউরো কাপের গ্রুপ ‘ই’-র খেলায় বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে চমকে দিয়েছিল স্লোভাকিয়া। আর রোমানিয়ার কাছে ০-৩ গোলে হেরে গিয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন হতোদ্যম হয়ে পড়েছিল। শুক্রবার পাশা উলটে গেল। এ দিন স্লোভাকিয়া জিতে গেলেই তাদের শেষ ১৬-য় যাওয়ার পথ পরিষ্কার হয়ে যেত। কিন্তু ফল হল উলটো। এক গোলে পিছিয়ে থেকে এ দিন স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে লড়াইয়ে ফিরে এল ইউক্রেন।

গ্রুপ ‘ই’-তে ২টি করে ম্যাচ খেলে ৩টি করে পয়েন্ট সংগ্রহ করে একই অবস্থানে আছে স্লোভাকিয়া এবং ইউক্রেন। ১টি ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ শীর্ষে আছে রোমানিয়া। আর ১টি ম্যাচ থেকে কোনো পয়েন্ট সংগ্রহ করতে না পেরে বেলজিয়াম রয়েছে টেবিলের একেবারে নীচে।

প্রথমার্ধে এগিয়ে যায় স্লোভাকিয়া

শুক্রবার ডুসেলডর্ফ আরেনায় আয়োজিত ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে যায় স্লোভাকিয়া। ইউক্রেনের বক্সে থেকে ম্যাচের ১৬ মিনিটে লুকাস হারাস্লিনের ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন আইভান শ্রানৎজ। তাঁর হেড ইউক্রেনের গোলের বাঁদিকে নিচু হয়ে ঢুকে যায়। উল্লেখ্য, এই আইভান শ্রানৎজই বেলজিয়ামের বিরুদ্ধে গোল করেছিলেন।

ম্যাচের ২২ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ইউক্রেন। কিন্তু মাইখাইলো মুদ্রিকের শট স্লোভাকিয়ার গোলের অনেক ওপর দিয়ে চলে যায়। ২৮ মিনিটে আবার একটি সুযোগ নষ্ট করে ইউক্রেন। প্রথমার্ধে স্লোভাকিয়া ১-০ গোলে এগিয়ে থাকে।

দ্বিতীয়ার্ধে ইউক্রেনের ২ গোল

আক্রমণ, প্রতি-আক্রমণের মধ্যেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়। দু’ পক্ষই গোল করার সুযোগ পায়, কিন্তু কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ৫৩ মিনিটে সমতা আনে ইউক্রেন। ওলেকসন্দ্র জিনচেনকোর পাস থেকে স্লোভাকিয়ার গোল লক্ষ্য করে বাঁ পায়ে শট নেন মাইকোলা শাপারেনকো। সেই শট বাঁ দিকের কোণ দিয়ে গোলে ঢুকে যায়।

উদ্দীপিত ইউক্রেন জয়সূচক গোল করে ম্যাচের ৭৯ মিনিটে। ছ’ গজি বক্সের ডান দিক থেকে গোল লক্ষ্য করে যে শট নেন রোমান ইয়ারেমচুক, তা অব্যর্থ ছিল। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে যায় ইউক্রেন।

আরও পড়ুন  

ইউরো কাপ ২০২৪: চ্যাম্পিয়ন ইতালির হার আত্মঘাতী গোলে, স্পেন শেষ ১৬-য়

সাম্প্রতিকতম

হেলিকপ্টার দুর্ঘটনায় ৭জনের মৃত্যু কেদারনাথে, বন্ধ হল পরিষেবা; কড়া নিয়মের পথে উত্তরাখণ্ড সরকার

কেদারনাথ যাত্রার পথে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন সাতজন। পাল্টাচ্ছে হেলি-পরিষেবার নিয়ম।

চোখের জ্যোতি ধরে রাখতে ডায়েটে রাখুন কালো কিশমিশ, জানুন আরও উপকারিতা

চোখের সমস্যা বাড়ছে স্ক্রিনটাইমের কারণে? রোজ খান কালো কিশমিশ। চোখের রেটিনা সুরক্ষা থেকে শুরু করে হৃদযন্ত্র, স্মৃতিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ড্রাই ফ্রুটস।

ইরান বনাম ইসরায়েল: সামরিক উত্তেজনার পারদ চড়ছে, কে কতটা শক্তিশালী?

নাসরাল্লাহকে হত্যার পর ইসরায়েল-ইরান সংঘর্ষের আশঙ্কা। গ্লোবাল ফায়ার পাওয়ার-এর তথ্য অনুযায়ী সামরিক শক্তিতে কে এগিয়ে, জানুন বিস্তারিত।

শুধুই ক্রিকেটার নন, এক লড়াইয়ের নাম টেম্বা বাভুমা

লর্ডসে ইতিহাস গড়ে টেস্ট চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা শুধুই ম্যাচ জেতালেন না, জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে মুখ বন্ধ করে দিলেন সমালোচকদের। এই প্রতিবেদন তাঁর লড়াই ও নেতৃত্বের কাহিনি।

আরও পড়ুন

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

ফেডারেশনের পুরস্কারে বাংলার জয়জয়কার, বর্ষসেরা শুভাশিস, সেরা গোলকিপার বিশাল, সম্মান পেলেন আরও অনেকে

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন মোহনবাগানের শুভাশিস বসু। সেরা গোলকিপারের সম্মান পেলেন বিশাল কাইথ। মহিলাদের বিভাগেও ইস্টবেঙ্গলের সৌম্যা গুগুলথ পেলেন স্বীকৃতি।

কিশোর ভারতী স্টেডিয়ামে মহিলা ফুটবল প্রতিযোগিতা কন্যাশ্রী কাপের শুভ সূচনা

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার সূচনা হল কন্যাশ্রী কাপের। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তথা আইএফএ পরিচালিত এই...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে