Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে লড়াইয়ে ফিরে এল ইউক্রেন

ইউরো কাপ ২০২৪: স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে লড়াইয়ে ফিরে এল ইউক্রেন

প্রকাশিত

ইউক্রেন: ২ (মাইকোলা শাপারেনকো, রোমান ইয়ারেমচুক) স্লোভাকিয়া: ১ (আইভান শ্রানৎজ)

খবর অনলাইন ডেস্ক: ইউরো কাপের গ্রুপ ‘ই’-র খেলায় বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে চমকে দিয়েছিল স্লোভাকিয়া। আর রোমানিয়ার কাছে ০-৩ গোলে হেরে গিয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন হতোদ্যম হয়ে পড়েছিল। শুক্রবার পাশা উলটে গেল। এ দিন স্লোভাকিয়া জিতে গেলেই তাদের শেষ ১৬-য় যাওয়ার পথ পরিষ্কার হয়ে যেত। কিন্তু ফল হল উলটো। এক গোলে পিছিয়ে থেকে এ দিন স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে লড়াইয়ে ফিরে এল ইউক্রেন।

গ্রুপ ‘ই’-তে ২টি করে ম্যাচ খেলে ৩টি করে পয়েন্ট সংগ্রহ করে একই অবস্থানে আছে স্লোভাকিয়া এবং ইউক্রেন। ১টি ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ শীর্ষে আছে রোমানিয়া। আর ১টি ম্যাচ থেকে কোনো পয়েন্ট সংগ্রহ করতে না পেরে বেলজিয়াম রয়েছে টেবিলের একেবারে নীচে।

প্রথমার্ধে এগিয়ে যায় স্লোভাকিয়া

শুক্রবার ডুসেলডর্ফ আরেনায় আয়োজিত ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে যায় স্লোভাকিয়া। ইউক্রেনের বক্সে থেকে ম্যাচের ১৬ মিনিটে লুকাস হারাস্লিনের ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন আইভান শ্রানৎজ। তাঁর হেড ইউক্রেনের গোলের বাঁদিকে নিচু হয়ে ঢুকে যায়। উল্লেখ্য, এই আইভান শ্রানৎজই বেলজিয়ামের বিরুদ্ধে গোল করেছিলেন।

ম্যাচের ২২ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ইউক্রেন। কিন্তু মাইখাইলো মুদ্রিকের শট স্লোভাকিয়ার গোলের অনেক ওপর দিয়ে চলে যায়। ২৮ মিনিটে আবার একটি সুযোগ নষ্ট করে ইউক্রেন। প্রথমার্ধে স্লোভাকিয়া ১-০ গোলে এগিয়ে থাকে।

দ্বিতীয়ার্ধে ইউক্রেনের ২ গোল

আক্রমণ, প্রতি-আক্রমণের মধ্যেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়। দু’ পক্ষই গোল করার সুযোগ পায়, কিন্তু কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ৫৩ মিনিটে সমতা আনে ইউক্রেন। ওলেকসন্দ্র জিনচেনকোর পাস থেকে স্লোভাকিয়ার গোল লক্ষ্য করে বাঁ পায়ে শট নেন মাইকোলা শাপারেনকো। সেই শট বাঁ দিকের কোণ দিয়ে গোলে ঢুকে যায়।

উদ্দীপিত ইউক্রেন জয়সূচক গোল করে ম্যাচের ৭৯ মিনিটে। ছ’ গজি বক্সের ডান দিক থেকে গোল লক্ষ্য করে যে শট নেন রোমান ইয়ারেমচুক, তা অব্যর্থ ছিল। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে যায় ইউক্রেন।

আরও পড়ুন  

ইউরো কাপ ২০২৪: চ্যাম্পিয়ন ইতালির হার আত্মঘাতী গোলে, স্পেন শেষ ১৬-য়

সাম্প্রতিকতম

মহিলা টি২০ বিশ্বকাপ: সেমিফাইনালে যাওয়া হল না, প্রতিযোগিতা থেকে বিদায় ভারতের

দুবাই: রবিবার গ্রুপ ‘এ’-র ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পরেও এবারের মহিলা টি২০ বিশ্বকাপে...

মানববন্ধনেই হবে ‘দ্রোহের কার্নিভাল’, সরকারি কর্মসূচি ভেস্তে দেবেন না, জানালেন জুনিয়র ডাক্তাররা

কলকাতার রানি রাসমণি রোডে মঙ্গলবার 'দ্রোহের কার্নিভাল' করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। কলকাতা পুলিশ অনুমতি না দিলেও, তাঁরা ধর্মতলা থেকে মানববন্ধন করবেন বলে জানিয়েছেন।

Google Meet-এ মিলবে ট্রান্সক্রিপশন ও রেকর্ডিংয়ের সুবিধা

ভার্চুয়াল বৈঠকের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম হল ‘গুগল মিট’ (Google Meet)। সেই জনপ্রিয় ভার্চুয়াল মিটিং...

চিকিৎসক সংগঠনগুলির ডাকা ‘দ্রোহের কার্নিভাল’-এ যোগ দিচ্ছে এপিডিআর

কলকাতা: জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের উদ্যোগে আগামীকাল, মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া 'দ্রোহের কার্নিভাল'-এ সাংগঠনিক...

আরও পড়ুন

আইএসএল: পরাজয়ের রেকর্ড করে চলেছে ইস্টবেঙ্গল, এবার হারল জামশেদপুরের কাছে

জামশেদপুর এফসি: ২ (রেই তাচিকাওয়া, লালচুংনুঙ্গা, আত্মঘাতী) ইস্টবেঙ্গল...

আইএসএল: দাপটে খেলে মহমেডানকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান

মোহনবাগান এসজি: ৩ (জেমি ম্যাকলারেন, শুভাশিস বোস, গ্রেগ স্টুয়ার্ট) মহমেডান স্পোর্টিং এসসি: ০ কলকাতা: দুর্দান্ত...

আইএসএলে হারের হ্যাটট্রিকের জের, কোচের পদ ছেড়ে দিলেন কুয়াদ্রাত, আপাতত দায়িত্বে বিনো জর্জ

কলকাতা: স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেল ইস্টবেঙ্গল এফসির। দলের প্রধান...
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত