logofinal

ওয়েবডেস্ক: ইতিমধ্যেই কিছুটা পথ পার করে ফেলছে চলতি কলকাতা লিগ। পাঁচ ম্যাচ খেলে আপাতত লিগ শীর্ষে মোহনবাগান। অন্যদিকে বৃষ্টির কারণে ভেস্তে যায় ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ। তাই এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে গত আটবারের চ্যাম্পিয়নরা। আগামী ২ সেপেটেম্বর বড়ো ম্যাচ। তার আগে কবে কার বিরুদ্ধে খেলবে তিন প্রধান?

দেখে নিন সেই ক্রীড়াসূচি:

১। ২৩ অগস্ট বৃহস্পতিবার – ইস্টবেঙ্গল বনাম টালিগঞ্জ অগ্রগামী

২। ২৪ অগস্ট শুক্রবার – মহামেডান বনাম ক্যালকাটা কাস্টমস

৩। ২৫ অগস্ট শনিবার – মোহনবাগান বনাম ওয়েস্ট বেঙ্গল পুলিস

৪। ২৬ অগস্ট রবিবার – ইস্টবেঙ্গল বনাম রেইনবো

৫। ২৭ অগস্ট সোমবার – মহামেডান বনাম পাঠচক্র

৬। ২৯ অগস্ট বুধবার – ইস্টবেঙ্গল বনাম জর্জ টেলিগ্রাফ

৭। ২৯ অগস্ট বুধবার – মোহনবাগান বনাম এরিয়ান

৮। ৩১ অগস্ট শুক্রবার – মহামেডান বনাম পিয়ারলেস 

৯। ২ সেপ্টেম্বর রবিবার – ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান  

ডার্বির আগে ২৯ আগস্ট সবুজমেরুন বনাম এরিয়ান ম্যাচটি কল্যাণী স্টেডিয়ামে। দুপুর ২:৩০ থেকে।  

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন