Homeখেলাধুলোফুটবলকোপা আমেরিকা ২০২৪: বিদায় ব্রাজিল, পেনাল্টি শুট-আউটে ম্যাচ জিতে সেমিফাইনালে উরুগুয়ে

কোপা আমেরিকা ২০২৪: বিদায় ব্রাজিল, পেনাল্টি শুট-আউটে ম্যাচ জিতে সেমিফাইনালে উরুগুয়ে

প্রকাশিত

উরুগুয়ে: ০ (৪) ব্রাজিল: ০ (২)

খবর অনলাইন ডেস্ক: এবারের কোপা আমেরিকা থেকে কোয়ার্টার ফাইনালেই বিদায় নিল ব্রাজিল। নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুট-আউটে। উরুগুয়ে পেনাল্টি শুট-আউটে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায়। সেমিফাইনালে তারা মুখোমুখি হবে কোলোম্বিয়ার।    

রবিবার সকালে (ভারতীয় সময়) নেভাদার লাস ভেগাসে অ্যালেজিয়ান্ট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচ কখনোই উচ্চ মানে পৌঁছোতে পারল না। গোল লক্ষ্য করে শট হল মাত্র ৪টে। বরং এই ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে গাজোয়ারি খেলার জন্য। গোটা ম্যাচে ৪১টা ফাউল হল।

ম্যাচের ৭৪ মিনিটে লাল কার্ড দেখেন উরুগুয়ের নাহিতান নানদেজ। সাংঘাতিক ভাবে ব্রাজিলের রদরিগোর মোকাবিলা করার জন্য তাঁকে মাঠের বাইরে চলে যেতে হয়। ম্যাচের বাকি ২১ মিনিট (নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিট) উরুগুয়েকে ১০ জনে খেলতে হয়। তবু তার সুবিধা তুলতে পারল না ব্রাজিল। ম্যাচ গোলশূন্যই থাকল। শুরু হল পেনাল্টি শুট-আউট।

পেনাল্টি শুট-আউটে ফয়সালা

প্রথম পালা উরুগুয়ের। ফেদেরিকো বালবার্দের ডান পায়ের শট ব্রাজিলের গোলের বাঁ কোণ ঘেঁষে নিচু হয়ে ঢুকে যায়। উরুগুয়ে এগিয়ে যায় ১-০ গোলে।

এবার ব্রাজিলের পালা। গোল হল না। এদের মিলিতাওয়ের ডান পায়ের শট বাঁ দিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন উরুগুয়ের গোলকিপার সারগিও রোচেত। উরুগুয়ে এগিয়ে থাকে ১-০ গোলে।

আবার গোল উরুগুয়ের। রদরিগো বেনতানকুরের ডান পায়ের শট ঢুকে গেল ব্রাজিলের গোলে। উরুগুয়ে এগিয়ে গেল ২-০ গোলে।

ব্রাজিলের দু’ নম্বর পেনাল্টি। গোল করলেন আন্দ্রিয়াস পেরেইরা। উরুগুয়ে এগিয়ে থাকল ২-১ গোলে।

তৃতীয় পেনাল্টিকেও গোলে পরিণত করল উরুগুয়ে। গোল করলেন গিওরগি দে আরাসকায়েতা। উরুগুয়ে এগিয়ে গেল ৩-১ গোলে।

ব্রাজিলের তিন নম্বর চেষ্টা ব্যর্থ হল। ডগলাস লুইজের শট বাঁ পোস্টে লেগে ফিরে গেল। উরুগুয়ে এগিয়ে থাকল ৩-১ গোলে।

উরুগুয়ের চতুর্থ পেনাল্টি। খোসে গিমেনেজের ডান পায়ের শট বাঁচিয়ে দেন ব্রাজিলের গোলকিপার আলিসন বেকার। উরুগুয়ে এগিয়ে থাকল ৩-১ গোলে।      

চতুর্থ পেনাল্টি থেকে গোল করলেন ব্রাজিলের গাব্রিয়েল মার্তিনেলি। উরুগুয়ে এগিয়ে থাকল ৩-২ গোলে। আশা জিইয়ে রাখল ব্রাজিল।

কিন্তু সেই আশায় ছাই। পঞ্চম পেনাল্টি থেকে গোল করলেন মানুয়েল উগার্তে। ব্রাজিলের আর পঞ্চম পেনাল্টি নেওয়ার প্রয়োজন হল না। ৪-২ গোলে ব্রাজিলকে হারিয়ে উরুগুয়ে পৌঁছে গেল সেমিফাইনালে।

আরও পড়ুন

কোপা আমেরিকা ২০২৪: গোলের বন্যায় পানামাকে ভাসিয়ে দিয়ে সেমিফাইনালে কোলোম্বিয়া

সাম্প্রতিকতম

নিরাপত্তা শিকেয়! পুলিশের নাকের ডগা দিয়ে এসএসকেএমএ হকি স্টিক, উইকেট নিয়ে তাণ্ডব, মাথা ফাটল রোগীর আত্মীয়ের

কলকাতার এসএসকেএম হাসপাতালে হকি স্টিক নিয়ে দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ উঠেছে। রোগীর আত্মীয়কে মারধর, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন।

বাংলাদেশের যশোরেশ্বরী মন্দির থেকে মুকুট চুরির ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারতের

খবর অনলাইনডেস্ক: বাংলাদেশের সাতক্ষীরায় যশোরেশ্বরী কালীমন্দির থেকে সোনার মুকুট চুরি হয়ে যাওয়ার ঘটনায় কড়া...

হাওয়ার গতিপথ বদলাচ্ছে, দিনদুয়েকের মধ্যেই বর্ষা বিদায়, তবে বৃষ্টি আপাতত বন্ধ হচ্ছে না

খবর অনলাইনডেস্ক: হাওয়ার গতিপথ বদলাতে শুরু করেছে। দখিনা হাওয়াকে সরিয়ে বায়ুমণ্ডলে ঢুকতে শুরু করেছে...

মুম্বইয়ে খুন অজিতপন্থী নেতা বাবা সিদ্দিকি, লরেন্স বিষ্ণৈ গ্যাংয়ের যোগ থাকার সম্ভাবনা

খবর অনলাইনডেস্ক: সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা...

আরও পড়ুন

আইএসএল: পরাজয়ের রেকর্ড করে চলেছে ইস্টবেঙ্গল, এবার হারল জামশেদপুরের কাছে

জামশেদপুর এফসি: ২ (রেই তাচিকাওয়া, লালচুংনুঙ্গা, আত্মঘাতী) ইস্টবেঙ্গল...

আইএসএল: দাপটে খেলে মহমেডানকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান

মোহনবাগান এসজি: ৩ (জেমি ম্যাকলারেন, শুভাশিস বোস, গ্রেগ স্টুয়ার্ট) মহমেডান স্পোর্টিং এসসি: ০ কলকাতা: দুর্দান্ত...

আইএসএলে হারের হ্যাটট্রিকের জের, কোচের পদ ছেড়ে দিলেন কুয়াদ্রাত, আপাতত দায়িত্বে বিনো জর্জ

কলকাতা: স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেল ইস্টবেঙ্গল এফসির। দলের প্রধান...
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত