Homeখেলাধুলোফুটবলকোপা আমেরিকা ২০২৪: পানামাকে ৩-১ গোলে হারিয়ে যাত্রা শুরু উরুগুয়ের

কোপা আমেরিকা ২০২৪: পানামাকে ৩-১ গোলে হারিয়ে যাত্রা শুরু উরুগুয়ের

প্রকাশিত

উরুগুয়ে: ৩ (মাক্সিমিলিয়ানো আরাউখো, ডারউইন নুনেজ, মাতিয়াস বিনা)   পানামা: ১ (মাইকেল আমির মুরিল্লো)

খবর অনলাইন ডেস্ক: পানামাকে ৩-১ গোলে হারিয়ে এবারের কোপা আমেরিকায় যাত্রা শুরু হল ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের। উরুগুয়ে-পানামা ছিল গ্রুপ ‘সি’-র দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র ২-০ গোলে হারায় বলিভিয়াকে।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে উরুগুয়ে   

ভারতীয় সময় সোমবার ভোরে ফ্লোরিডার মিয়ামি গার্ডেন্সে হার্ড রক স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে প্রথমার্ধে উরুগুয়ের আধিপত্য ছিল অনেক বেশি। তারই ফলস্বরূপ ম্যাচের ১৬ মিনিটে গোল করে এগিয়ে যায় তারা। পানামার পেনাল্টি বক্সের ধার থেকে দুর্দান্ত শটে তাদের গোলকিপারকে পরাস্ত করেন উরুগুয়ের মাক্সিমিলিয়ানো আরাউখো। এর পরেও গোল করার কিছু সুযোগ সৃষ্টি করে উরুগুয়ে। কিন্তু তা থেকে গোল হয়নি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে উরুগুয়ে।

দ্বিতীয়ার্ধে আরও ৩টি গোল   

দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে ওঠে পানামা এবং বেশ কয়েকবার গোল করার সুযোগ সৃষ্টি করে। ৫২ মিনিটে উরুগুয়ের ডিফেন্ডার মাথুয়াস ওলিবেরার ভুলে গোল লক্ষ্য করে শট নেন পানামার খোসে ফাখারদো। কিন্তু তাঁর শট উরুগুয়ের গোলের বেশ কিছুটা দূর দিয়ে চলে যায়। এর পর পানামার খোসে রডরিগুয়েজের দুর্দান্ত শট দারুণ ভাবে বাঁচিয়ে দেন উরুগুয়ের গোলকিপার সার্গিও রচেট।  

গোল করার বেশ কিছু সুযোগ উরুগুয়েও পেয়েছিল। তারই একটি কাজে লেগে যায় ম্যাচের ৮৫ মিনিটে। পানামার গোলকিপারের হাত থেকে বল রিবাউন্ড হয়ে চলে আসে ডারউইন নুনেজের কাছে। তাঁর দুরন্ত ভলি পানামার গোলের নীচের দিকের কোণ ঘেঁষে ঢুকে যায়।

ম্যাচের অতিরিক্ত সময়ে আরও ২টি গোল হল। অতিরিক্ত সময়ের ১ মিনিটে সেট পিস থেকে গোল পান উরুগুয়ের মাতিয়াস বিনা। এর মিনিটতিনেক পরেই সান্ত্বনা পুরস্কার জুটল পানামার। মাইকেল আমির মুরিল্লোর বাঁ পায়ের শটে পরাস্ত হলেন উরুগুয়ের গোলকিপার। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় এল উরুগুয়ের।

ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার নিউ জার্সিতে মুখোমুখি হবে উরুগুয়ে ও বলিভিয়া এবং আটলান্টায় মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা।

আরও পড়ুন

কোপা আমেরিকা ২০২৪: বলিভিয়াকে ২-০ গোলে হারিয়ে যাত্রা শুরু মার্কিন যুক্তরাষ্ট্রের        

সাম্প্রতিকতম

পাঁচ রাজ্যে একযোগে ১৬টি নতুন শাখা খুলল বন্ধন ব্যাঙ্ক, গ্রামীণ ও আধা-শহরাঞ্চলে জোর

বন্ধন ব্যাঙ্ক পাঁচটি রাজ্যে ১৬টি নতুন শাখার উদ্বোধন করল। ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ ও ছত্তিসগড়ে ছড়িয়ে পড়ল ব্যাঙ্কের নতুন পদচিহ্ন। শাখা সংখ্যা ১৭৩০ ছাড়াল।

ভিভো ভারতের বাজারে আনল টি৪ সিরিজের নতুন স্মার্টফোন, দুর্দান্ত ব্যাটারি ও ক্যামেরা ফিচারে তাক লাগাবে

ভিভো ভারতের বাজারে লঞ্চ করল টি৪ সিরিজের নতুন স্মার্টফোন। ৭৩০০ এমএএইচ ব্যাটারি, ৯০W ফ্ল্যাশ চার্জ, উন্নত ক্যামেরা ও আকর্ষণীয় ডিসপ্লে ফিচার নিয়ে হাজির হয়েছে Vivo T4। দাম শুরু ২১,৯৯৯ টাকা থেকে।

করেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে করেগুট্টা পাহাড়ে মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চলছে। সপ্তম দিনে পাওয়া গেল গোপন আস্তানা, উদ্ধার বিস্তর সামগ্রী।

আধার কার্ড জালিয়াতি রুখতে বড় উদ্যোগ, নিজের নামে কত সিম চলছে জানুন সহজেই

আধার নম্বর ব্যবহার করে জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ। এখন অনলাইন পোর্টালে নিজের মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন আপনার নামে চালু থাকা সব সিমের তালিকা।

আরও পড়ুন

কিশোর ভারতী স্টেডিয়ামে মহিলা ফুটবল প্রতিযোগিতা কন্যাশ্রী কাপের শুভ সূচনা

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার সূচনা হল কন্যাশ্রী কাপের। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তথা আইএফএ পরিচালিত এই...

আইএসএল ২০২৪-২৫: লিগ-শিল্ডের পরে কাপ এল মোহনবাগানের ঘরে, হার মানলেন সুনীল ছেত্রীরা

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেসন কামিংস, জেমি ম্যাকলারেন) বেঙ্গালুরু এফসি: ১ (আলবার্তো রদরিগুয়েজ আত্মঘাতী)   কলকাতা:...

আইএসএল ফাইনালের আগে আত্মবিশ্বাসে টইটম্বুর মোহনবাগান

আইএসএল ফাইনালের আগে যুবভারতীতে প্রস্তুতি চূড়ান্ত। সাংবাদিক সম্মেলনে একে অপরকে চ্যালেঞ্জ করলেন মোহনবাগান ও বেঙ্গালুরুর অধিনায়ক এবং কোচ।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে