উরুগুয়ে: ১ (মাথিয়াস ওলিবেরা) মার্কিন যুক্তরাষ্ট্র: ০
খবর অনলাইন ডেস্ক: উরুগুয়ে আগেই চলে গিয়েছে এবারের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে। শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারিয়ে ৩টে ম্যাচেই জয় পেল তারা। ৩ ম্যাচ থেকে ৯ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ ‘সি’-র শীর্ষে থাকল উরুগুয়ে। আর ৩ ম্যাচ থেকে মাত্র ৩ পয়েন্ট সংগ্রহ করে এবারের কোপা আমেরিকার আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বিদায় নিল।
প্রথমার্ধ গোলশূন্য
মঙ্গলবার সকালে (ভারতীয় সময়) মিসৌরির কানসাস সিটিতে অ্যারোহেড স্টেডিয়ামে আয়োজিত উরুগুয়ে বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচে গোল করার প্রথম সুযোগ পেয়েছিল মার্কিনরা। ম্যাচের ১২ মিনিটে উরুগুয়ের বক্সের মাঝখান থেকে অ্যান্টনি রবিনসনের হেড একেবারে গোলের মাঝখান থেকে বাঁচিয়ে দেন গোলকিপার সার্গিও রচেট।
উরুগুয়ের গোল করার সুযোগ আসতে আসতে ৩২ মিনিট কেটে যায়। সেট পিস অবস্থা থেকে বল পেয়ে ডারউইন নুনেজ বল পাস করে দেন নাহিতান নান্দেজকে। বক্সের ডান দিক থেকে নান্দেজের ডান পায়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৫ মিনিট পরে আবার সুযোগ। এবার ডারউইন নুনেজের বাঁ পায়ের শট অল্পের জন্য পোস্টের বাঁ দিক দিয়ে বেরিয়ে যায়। ৪ মিনিট পরে উরুগুয়ের ফাকুন্দো পেলিস্ত্রির শট লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে উরুগুয়ের নিকোলাস দে লা ক্রুজের শট বাঁচিয়ে দেন মার্কিন ডিফেন্ডার। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়।
৬৬ মিনিটে জয়সূচক গোল
দ্বিতীয়ার্ধের গোড়া থেকেই আক্রমণ শুরু করে উরুগুয়ে। তবে সুযোগ আসতে আসতে মিনিট কুড়ি কেটে যায়। ৬৫ মিনিটে নিকোলাস দে লা ক্রুজের ফ্রি-কিক থেকে বল পেয়ে রোনাল্ড আরাউখো মার্কিন যুক্তরাষ্ট্রের গোল লক্ষ্য করে হেড করেন। কিন্তু তা বাঁচিয়ে দেন মার্কিন গোলকিপার ম্যাট টার্নার। তবে বল রিবাউন্ড করে চলে যায় উরুগুয়ের খেলোয়াড়দের কাছে। বল পেয়ে যান উরুগুয়ের রক্ষণভাগের খেলোয়াড় মাথিয়াস ওলিবেরা। ওলিবেরা গোল করতে কোনো ভুলচুক করেননি। এর পরও উরুগুয়ে গোল করার সুযোগ পেয়েছিল। তবে তা থেকে আর গোল হয়নি।
আরও পড়ুন