Homeখেলাধুলোফুটবলকোপা আমেরিকা ২০২৪: বলিভিয়াকে ২-০ গোলে হারিয়ে যাত্রা শুরু মার্কিন যুক্তরাষ্ট্রের  

কোপা আমেরিকা ২০২৪: বলিভিয়াকে ২-০ গোলে হারিয়ে যাত্রা শুরু মার্কিন যুক্তরাষ্ট্রের  

প্রকাশিত

মার্কিন যুক্তরাষ্ট্র: ২ (খ্রিস্টিয়ান পুলিসিচ, ফোলারিন বালোগান) বলিভিয়া: ০

খবর অনলাইন ডেস্ক: ম্যাচ শুরু হওয়ার ৩ মিনিটের মধ্যেই গোল। অধিনায়ক খ্রিস্টিয়ান পুলিসিচের পা থেকে যে গোল এল তাতে আরও উদ্বুদ্ধ হল মার্কিন যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত তারা ২-০ গোলে বলিভিয়াকে হারিয়ে কোপা আমেরিকায় তাদের যাত্রা শুরু করল।  

রবিবার টেক্সাসের আর্লিংটনে এটি অ্যান্ড টি স্টেডিয়ামে আয়োজিত মার্কিন যুক্তরাষ্ট্র বনাম বলিভিয়ার ম্যাচ দিয়ে শুরু হল কোপা আমেরিকায় গ্রুপ ‘সি’-র খেলা। ১৯১৬-য় কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে শুরু হওয়ার পর থেকে এই নিয়ে পাঁচবার এই প্রতিযোগিতায় যোগ দিল মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই নিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকার আসর বসেছে সেখানে।

২টি গোলই প্রথমার্ধে

বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচে পূর্ণ আধিপত্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। ম্যাচের ১৪৩ সেকেন্ডে পুলিসিচ ছোটো কর্নার কিক নেন এবং তা পৌঁছে যায় টিম উইয়ের কাছে। টিম উই আবার সেটি পাঠিয়ে দেন পুলিসিচের কাছে। পুলিসিচ ততক্ষণে চলে এসেছেন পেনাল্টি বক্সের বাঁদিকের কোণে। সেখান থেকে তিনি ডান পায়ে যে দুর্দান্ত শট নেন, তা বলিভিয়ার গোলকিপারের আঙুল ছুঁয়ে ঢুকে যায় গোলে। ১-০ গোলে এগিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র।

প্রথমার্ধের শেষ দিকে দ্বিতীয় গোল পায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই গোলেরও কারিগর ছিলেন পুলিসিচ। নিজেদের অর্ধে জিও রেনার কাছ থেকে বল পেয়ে বলিভিয়ার বেশ কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে পুলিসিচ বল বাড়িয়ে দেন ফোলারিন বালোগানকে। বাঁ পায়ে বল ধরে বালোগান শট নেন বলিভিয়ার গোল লক্ষ্য করে। বল গোলকিপারকে পরাস্ত করে ডান দিকের পোস্ট ঘেঁষে ঢুকে যায় গোলে।

আরও সুযোগ গোলের  

দ্বিতীয়ার্ধে আরও গোল করার সুযোগ পেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু বলিভিয়ার গোলকিপার গুইলের্মো ভিস্কারার দক্ষতায় তা সম্ভব হয়নি। বেশ কিছু শট বাঁচান ভিস্কারা। ম্যাচের ৬০ মিনিটে পুলিসিচকে এবং ৭৯ ও ৮০ মিনিটে পরিবর্ত খেলোয়াড় রিকার্ডো পেপিকে গোল থেকে বঞ্চিত করেন ভিস্তারা।

আরও পড়ুন   

কোপা আমেরিকা ২০২৪: দ্বিতীয়ার্ধের একমাত্র গোলে জামাইকাকে হারাল মেক্সিকো         

সাম্প্রতিকতম

ফের ই-মেলে বোমা রাখার হুমকি, দিল্লিতে একাধিক স্কুলে ছুটি দেওয়া হল

দিল্লির একাধিক স্কুলে আবারও বোমা হুমকির ইমেল। পুলিশ ও বোমা নিষ্ক্রিয় দল তল্লাশি চালালেও কিছু সন্দেহজনক মেলেনি। পড়ুন বিস্তারিত।

রবিবার ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’ দৌড়ের আসর, শহরে হাজির প্রাক্তন তারকা-ফুটবলার সোল ক্যাম্পবেল

সঞ্জয় হাজরা আগামী রবিবার ১৫ ডিসেম্বর বসছে ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’ দৌড়ের আসর। এ...

চিলিতে বসানো টেলিস্কোপ, ভারতে থাকা বাঙালি বিজ্ঞানীর হাত ধরে অভিনব সৌরমণ্ডলের আবিষ্কার

বাঙালির বিজ্ঞান অন্বেষণের সাফল্যের মুকুটে নয়া পালক যোগ হল। বাঙালি বিজ্ঞানী লিটন মজুমদারের নেতৃত্বে...

আরও পড়ুন

বিতর্কের অবসান, সৌদি আরবের হাতে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব

সৌদি আরব পেতে চলেছে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব। ফিফার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হলেও অধিকাংশ সদস্য দেশের সমর্থন পেয়েছে। বিস্তারিত জানুন।

আইএসএল ২০২৫: নর্থইস্টকে ২-০ গোলে হারিয়ে জয়ের হ্যাটট্রিক, লিগ টেবিলের শীর্ষে মোহনবাগান

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (মনবীর সিং, লিস্টন কোলাসো) নর্থইস্ট...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে