ওয়েবডেস্ক: প্রয়াত হলেন ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের গোলকিপার গর্ডন ব্যাঙ্কস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১।
গর্ডন ব্যাঙ্কসকে ফুটবলে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ গোলকিপার বলে মনে করা হয়। ছ’ বার ফিফার শ্রেষ্ঠ গোলকিপার নির্বাচিত হন এবং ইংল্যান্ডের হয়ে ৭৩টি ক্যাপ অর্জন করেন।
১৯৭০ সালে বিশ্বকাপ ফুটবলে পেলের শট বাঁচানোর জন্য গর্ডন ব্যাঙ্কসকে সবাই মনে রেখেছেন।

শেফিল্ডে জন্ম ব্যাঙ্কসের। ১৯৭৩ সালে ফুটবল থেকে অবসর নেন। ফুটবলজীবনে তিনি স্টোক আর লেস্টারের হয়ে লিগ কাপ জিতেছেন।
গর্ডন ব্যাঙ্কসের মৃত্যুর খবর তাঁর পরিবার সুত্রে ঘোষণা করা হয়।
আরও পড়ুন তরুণ ফুটবলারের দিকে নজর রেয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার!
১৯৬৬ ইংল্যান্ড দলের আরেক সদস্য স্যার ববি চার্লটন বলেন, “গর্ডন এক জন অসাধারণ গোলকিপার ছিল। ইংল্যান্ড জোট জন গোলকিপার পেয়েছে তাঁদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ, তা নিঃসন্দেহে বলা যায়।”
গর্ডন ব্যাঙ্কসের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুটবল সম্রাট পেলে বলেছেন, “আমার বন্ধু গর্ডনের হাতে জাদু ছিল।”