zidane2

ওয়েবডেস্ক: চলতি মরশুমে দলে টালমাটাল অবস্থার জেরে ফের একবার কোচ হিসাবে পরপর তিনবার চ্যাম্পিয়ন্স লিগ দেওয়া কাণ্ডারিকে দলে এনেছে রেয়াল মাদ্রিদ। চলতি মরশুমে রেয়ালের কিছু পাওয়ার নেই। ফলে নতুন মরশুমের জন্য তালিকা তৈরিতে ব্যস্ত ফরাসি কিংবদন্তি।

লেটেনস্পোর্টের রিপোর্ট অনুযায়ী রেয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ না কি আগামী মরশুমের দলবদলের জন্য বড়ো অর্থ বরাদ্দ করেছে জিদানের জন্য। যা প্রায় ৪৫ কোটি পাউন্ড। আর সেই অর্থেই তারকা ফুটবলারদের দলে আনতে মরিয়া জিদান।

 

জিদানের তালিকা অনুযায়ী তাঁর প্ল্যান ‘এ’-তে রয়েছেন দুই ফরাসি তারকা কিলিয়ান এমবাপে এবং পল পোগবা।

ppkm

তবে শেষ পর্যন্ত এই দুই তারকাকে যদি দলে না পান তিনি, তাহলে প্ল্যান বি হিসাবে রয়েছেন এডেন হ্যাজার্ড ও মিরালেম পিয়ানেক।

hazard
হ্যাজার্ড
pjanic
পিয়ানিক
dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন