ক্রিকেটারদের বায়োপিক তৈরি নিয়ে টুইটারে তাঁর মন্তব্যের জেরে বির্তক তৈরি হয়েছিল। সোমবার পাল্টা টুইট করে নিজের অবস্থান স্পষ্ট করলেন ক্রিকেটার গৌতম গম্ভীর।
রবিবার তিনি টুইটারে মন্তব্য করেন, “ক্রিকেটারের বায়োপিক তৈরিতে মোটেই আমি বিশ্বাস করি না। এমন অনেক মানুষ আছেন যাঁরা দেশের জন্য ভালো কাজ করেছেন। তাঁদের জীবনী নিয়ে বায়োপিক তৈরি করা উচিত।”
পরে পাল্টা টুইটে গম্ভীর লিখেছেন, “নিন্দুকেরা আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছে। আমি ক্রিকেটারদের বায়োপিক তৈরির বিরোধী নই। তবে আমার জীবন নিয়ে বায়োপিক তৈরির বিরুদ্ধে।”
মহেন্দ্র সিং ধোনির সঙ্গে গম্ভীরের শীতল সম্পর্কের কথা কারও অজানা নয়। আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ধোনির জীবনী নিয়ে ছবি ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। তার আগে এই মন্তব্য স্বাভাবিক ভাবেই বিতর্ক তৈরি করবে। গম্ভীর অবশ্য আগের টুইটে কারও নাম উল্লেখ করেননি।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।