খেলল জার্মানি জিতল ফ্রান্স, ফাইনালে মুখোমুখি পর্তুগালের

0

খবর অনলাইন: একটি দল ইউরোর সেমিফাইনালের পর্যন্ত পাঁচটি ম্যাচে চারটি ড্র করেও ফাইনালে উঠে গেল, অন্য দল গ্রুপ স্টেজের ম্যাচে আর প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচে জিতেছিল ব্যক্তিগত প্লেয়ারদের ক্যারিশমায়। প্রাথমিক ভাবে ইউরো কাপের দুই ম্যাড়ম্যাড়ে দলই আগামী রবিবার ফাইনালে মুখোমুখি হতে চলেছে।

এ দিন ম্যাচের শুরু থেকেই অবশ্য জার্মানির আধিপত্য ছিল চোখে পড়ার মতো। পরের পর আক্রমণ শানাচ্ছিলেন ফ্রান্সের বক্সে। কিন্তু প্রথমার্ধের একদম শেষ লগ্নে নিজেদের পেনাল্টি বক্সে হ্যান্ডবল করে বসেন বাস্তিয়ান সোয়াইনস্টাইগার। রেফারি ফ্রান্সকে পেনাল্টি উপহার দিতে বিন্দুমাত্র দ্বিধা করেননি। এই সুযোগেই ফ্রান্সকে এগিয়ে দেন আন্টনি গ্রিজম্যান। দ্বিতীয়ার্ধেও মরিয়া চেষ্টা করে যাচ্ছিল জার্মানি। ফ্রান্সকে রীতিমতো ব্যাকফুটে ফেলে দিয়েছিল মুহুর্মুহু জার্মান আক্রমণ। কিন্তু ফ্রান্সের কড়া ডিফেন্সে বিপক্ষের জালে বল জড়াতে ব্যর্থ হয় জার্মানি। ম্যাচের ৭২ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে দ্বিতীয় গোল আসে ফ্রান্সের। পোগবার পাস থেকে নয়ারকে পরাস্ত করেন গ্রিজম্যান। পেনাল্টি গোল বাদ দিলে গোটা টুর্নামেন্টে এই প্রথম ফিল্ড-গোল হজম করলেন জার্মানির সুইপার-কিপার। দুই গোলে পিছিয়ে পড়েও দমে না গিয়ে শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন জার্মানরা। শেষ মুহূর্তের সেই অনবরত আক্রমণে ফ্রান্সের ডিফেন্সে অনেক ফাঁকও নজরে পড়ছিল। কিন্তু শেষরক্ষা হল না। গোটা ম্যাচে ৬৫ শতাংশ বল পসেশন, ফ্রান্সের থেকে ৬ শতাংশ বেশি অ্যাকিউরেসি, বিপক্ষের থেকে একটা বেশি ‘অন টার্গেট’ শট নেওয়া, একটা বেশি কর্নার পাওয়া সত্ত্বেও ভাগ্যের খেলায় হেরে গেল জার্মানরা। অবশ্য আজ জার্মানিকে হারতেই হত। গ্রিনস্টোন লোবোর ভবিষ্যৎবাণী যে মেলাতে হত।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন