ওয়েবডেস্ক: নতুন বছরের শুরুতেই নিজের অধিনায়ক জীবনের সব থেকে কঠিন পরীক্ষার মধ্যে পড়তে চলেছেন বিরাট কোহলি। নিজের দলবল নিয়ে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেবেন তিনি। এই সূচিই প্রকাশিত হল।
তিন টেস্ট ম্যাচের সিরিজ দিয়ে সফর শুরু হবে সামনের বছর পাঁচ জানুয়ারি। টেস্ট সিরিজের পর ছ’ম্যাচের একদিনের সিরিজ এবং তিন ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে সফর শেষ হবে ২৪ ফেব্রুয়ারি।
এই সূচিতে সব থেকে অবাক করা ঘটনাটি হল ডারবানে কোনো টেস্ট আয়োজিত না হওয়া। উল্লেখ্য, ভারতের বাইরে সব থেকে বেশি ভারতবাসীর বাস এই ডারবানেই। এখনও পর্যন্ত ভারত যতবার দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে, তার মধ্যে মাত্র একবার টেস্ট আয়োজন করেনি ডারবান।
ঠিক কী কারণে ডারবান টেস্ট আয়োজনের সুযোগ পায়নি, তা অবশ্য অজানা। তবে মনে করা হচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সংস্থার সঙ্গে ডারবানের স্টেডিয়ামের চুক্তি সংক্রান্ত কোনো সমস্যার জন্য টেস্ট আয়োজন করছে না তারা। তবে একটি একদিনের ম্যাচ আয়োজন করবে ডারবান।
দেখে নিন ভারতের সফরসূচী:
তারিখ | ম্যাচ | স্থান |
---|---|---|
৫-৯ জানুয়ারি | প্রথম টেস্ট | কেপ টাউন |
১৩-১৭ জানুয়ারি | দ্বিতীয় টেস্ট | সেঞ্চুরিয়ন |
২৪-২৮ জানুয়ারি | তৃতীয় টেস্ট | জোহানেসবার্গ |
১ ফেব্রুয়ারি | প্রথম একদিনের ম্যাচ | ডারবান |
৪ ফেব্রুয়ারি | দ্বিতীয় একদিনের ম্যাচ | সেঞ্চুরিয়ন |
৭ ফেব্রুয়ারি | তৃতীয় একদিনের ম্যাচ | কেপ টাউন |
১০ ফেব্রুয়ারি | চতুর্থ একদিনের ম্যাচ | জোহানেসবার্গ |
১৩ ফেব্রুয়ারি | পঞ্চম একদিনের ম্যাচ | পোর্ট এলিজাবেথ |
১৬ ফেব্রুয়ারি | ষষ্ঠ একদিনের ম্যাচ | সেঞ্চুরিয়ন |
১৮ ফেব্রুয়ারি | প্রথম টি-২০ | জোহানেসবার্গ |
২১ ফেব্রুয়ারি | দ্বিতীয় টি-২০ | সেঞ্চুরিয়ন |
২৪ ফেব্রুয়ারি | তৃতীয় টি-২০ | কেপ টাউন |
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।