ঐতিহাসিক জয় আলবানিয়ার, তবে ইউরোর কোয়ার্টারে পৌঁছতে ব্যর্থ

0

খবর অনলাইন: ফ্রান্স আর সুইৎজারল্যান্ড। দু’দলই আগের ম্যাচেই সেমইফাইনালে উঠে গিয়েছিল, তাই রবিবার রাতে কোনও পক্ষকেই জয়ের জন্য বাড়তি প্রচেষ্টা করতে দেখা গেল না।

গোটা ম্যাচে বলার মতো মুভই দেখা গেল না ফ্রান্স। শুধু প্রথমার্ধে পল পোগবার এবং দ্বিতীয়ার্ধে পায়েতের শটের পোস্টে লেগে ফিরে আসা ছাড়া। কোয়ার্টার ফাইনালে উঠলেও খুব স্বস্তিতে থাকবেন না ফরাসি কোচ দিদিয়ের দেশঁ।

এ দিনের অন্য ম্যাচে রোমানিয়াকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস সৃষ্টি করল আলবানিয়া। প্রথমবার কোনও বড়ো টুর্নামেন্টের ম্যাচে জয় পেল তারা। পাশাপাশি ৬৮ বছরে প্রথমবার রোমানিয়াকে হারাল আলবানিয়া। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলে নজর কাড়ছিলেন আলবানিয়ানরা। প্রথমার্ধের অন্তিম লগ্নে দলের হয়ে জয়সূচক গোলটি করেন সাদিকু।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন