হকির ‘অর্জুন’ মহম্মদ শাহিদ প্রয়াত

0

খবর অনলাইন: আশির দশক। মস্কোয় বসেছে অলিম্পিকের আসর। ধ্যানচাঁদ আর গুরুবক্স সিং ছাড়া বাঙালি তখন যে কজন হকি প্লেয়ারের নাম জানত তাঁদের মধ্যে অন্যতম মহম্মদ শাহিদ। সে বার যে বিপুল উৎসাহ নিয়ে বাঙালি হকি খেলা দেখেছিল, আর কখনও তা দেখেনি। আশি অলিম্পিকে ভারতীয় হকি দলের অন্যতম খেলোয়াড় সেই মহম্মদ শাহিদ প্রয়াত হলেন। মাত্র ৫৬ বছর বয়সে। লিভার ক্যানসারে ভুগছিলেন শাহিদ। গুড়গাঁও-এর এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। রেখে গেলেন স্ত্রী এবং দুই পুত্রকে।
ভারতীয় হকি দলের অন্যতম সেরা ড্রিবলার ছিলেন শাহিদ। মাঝমাঠে জাফর ইকবালের সঙ্গে তাঁর জুটি ছিল দেখার মতো। সাত বছর এক সঙ্গে খেলেছেন তাঁরা। ১৯৮২ সালে দিল্লি এশিয়াডে রুপোজয়ী এবং ১৯৮৬–তে সোল এশিয়াডে ব্রোঞ্জজয়ী ভারতীয় দলেরও সদস্য ছিলেন শাহিদ।
বারাণসীর ছেলে শাহিদের জাতীয় দলে অভিষেক হয়েছিল ১৯ বছর বয়সে, যখন তিনি ভারতীয় জুনিয়র দলের সদস্য হন। ১৯৮৫-৮৬ সালে ভারতীয় দলের অধিনায়ক হন। ১৯৮১ সালে পান অর্জুন পুরস্কার এবং ১৯৮৬-তে পদ্মশ্রী।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন