খবর অনলাইন: টানা চারটে ম্যাচে হারের পর ষষ্ঠ ম্যাচে অশোক দিন্দাকে খেলিয়ে ফায়দা তুলে নিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ছয় ম্যাচে দু’টি জয় পেল ধোনির রাইজিং পুনে সুপারজায়েন্টস। ২৩ রানে ৩ উইকেট নিয়ে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হলেন অশোক দিন্দা।
হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে টসে জিতে সানরাইজার্স হায়দরাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠান ধোনি। বল তুলে দেন দিন্দার হাতে। শুরতেই চমক। স্কোরবোর্ডে কোনও রান ওঠার আগেই ওয়ার্নারের বিদায়। দিন্দার চতুর্থ বলে রাহানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ওয়ার্নার। হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে করে ৮ উইকেটে ১১৮। শিখর ধাওয়ান ৫৩ বলে ৫৬ রান করে নট আউট থাকেন। দিন্দা শেষ করেন ২৩-৩।
জয়ের জন্য ১১৯ রানের টার্গেট নিয়ে পুনেও শুরুতেই বিপদে পড়ে। এ ক্ষেত্রেও দলের কোনও রান ওঠার আগেই আউট হন রাহানে। হাল ধরেন দু’ প্লেসি আর স্টিভেন স্মিথ। ওদিকে ম্যাচ চলাকালীন বৃষ্টি নামায় ম্যাচের ফয়সালা হয় ডিএল পদ্ধতিতে। ১১ ওভারে ৯৪-৩ তুলে জয় ছিনিয়ে নেয় পুনে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।