ইতিহাস তৈরি করলেন জাপানি কুস্তিগির কাওরি ইকো। তিনিই প্রথম কোনও মহিলা প্রতিযোগী, যিনি পরপর চারটি অলিম্পিকে সোনা জিতলেন। মহিলাদের ৫৮ কেজি ফ্রিস্টাইল ইভেন্টে সোনা জেতেন তিনি (এই ইভেন্টেই ব্রোঞ্জ জেতেন ভারতের সাক্ষী মালিক)। শুধু মহিলা হিসেবেই নয়, কুস্তিগির হিসেবেও রেকর্ড করলেন ইকো। তিনিই প্রথম কোনও কুস্তিগির যিনি চারটি অলিম্পিক সোনা জিতলেন। কাওরি টানা ১৩ বছর ১৮৯টি ম্যাচে অপরাজিত ছিলেন। তাঁর রেকর্ড ভাঙে এ বছরের জানুয়ারি মাসে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।