প্যারিস: এবারের প্যারালিম্পিক্সের আসরে দুর্দান্ত পারফরমেন্স করছে ভারত। ইতিমধ্যেই টোকিও প্যারালিম্পিক্সে প্রাপ্ত পদকের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে। টোকিওতে ভারত পেয়েছিল ১৯টি পদক – ৫টি সোনা, ৮টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ। প্যারিসে প্রাপ্ত পদকের সংখ্যা এখনই দাঁড়িয়েছে ২০-তে – ৩টি সোনা, ৭টি রুপো এবং ১০টি রুপো। ভারত আপাতত রয়েছে ১৯তম সংখ্যা। প্রাপ্ত পদকের সংখ্যা আরও বাড়বে তাতে সন্দেহ নেই।
প্যারালিম্পিক্সের পঞ্চম দিনে প্রাপ্ত পদকের সংখ্যা ছিল ১৫। ষষ্ঠ দিনে ভারতের ঝুলিতে আরও ৫টি পদক যোগ হয়। আরও ২টি রুপো এবং ৩টি ব্রোঞ্জ পদক এসেছে।
এদিন ৫টি পদকই এসেছে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট থেকে। পুরুষদের হাই জাম্পের টি৬৩ ইভেন্টে রৌপোপদক পেলেন শরদ কুমার এবং ব্রোঞ্জ পসক পেলেন মারিয়াপ্পান থাঙ্গাবেলু। ১.৮৮ মিটার উচ্চতায় উঠলেন শরদ। এবং মারিয়াপ্পান লাফালেন ১.৮৫ মিটার পর্যন্ত। এই ইভেন্টে সোনা পান মার্কিন যুক্তরাষ্ট্রের ই ফ্রেচ। তিনি ১.৯৪ মিটার উচ্চতায় ওঠেন।
পুরুষদের জ্যাভেলিন থ্রো-র (বর্শা ছোড়া) এফ৪৬ ইভেন্টের ফাইনালে রুপো পেলেন অজিত সিং যাদব এবং ব্রোঞ্জ পেলেন সুন্দর সিং গুর্জর। অজিত ৬৫.৬২ মিটার এবং সুন্দর ৬৪.৯৬ মিটার দূরত্বে বর্শা ছোড়েন। এই ইভেন্টে সোনা পান কিউবার জি গনজালেজ। তিনি ৬৬.১৪ মিটার দূরত্বে বর্শা ছোড়েন।
দেশের হয়ে দশম ব্রোঞ্জ পদকটি আনলেন দীপ্তি জীবনজি। মেয়েদের ৪০০ মিটার দৌড়ের টি২০ ইভেন্টে জীবনজি সময় করেন ৫৫.৮২ সেকেন্ড। এই ইভেন্টে সোনা পান ইউক্রেনের ওয়াই শুলিয়ার (৫৫.১৬ সেকেন্ড) এবং রুপো পান তুরস্কের এ ওন্ডার (৫৫.২৩ সেকেন্ড)।
আরও পড়ুন