খবর অনলাইন: এ বছর আগস্ট মাসে একটি টেস্ট ম্যাচ খেলতে ভারতে আসছে বাংলাদেশ। সে দেশের ক্রিকেট বোর্ড সূত্রে খবর, ভারতে আসার বিষয়টি মোটামুটি নিশ্চিত। এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে একটি চুক্তিও হয়েছে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা জালাল ইউনুস জানিয়েছেন।
ইউনুস বলেন, আগস্ট মাসে ভারতের আবহাওয়া কেমন থাকে তার উপর নির্ভর করবে কোন শহরে ম্যাচটি হবে। এই টেস্ট ম্যাচের সঙ্গে সীমিত ওভারের সিরিজ থাকবে কি না তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানিয়েছেন।
২০০০ সালে বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা পায়। তার পরই বাংলাদেশের সঙ্গে প্রথম টেস্ট ম্যাচটি খেলতে সে দেশে যায় ভারত।
তবে নানা কারণে এ বছর বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সফরটি হচ্ছে না বলেই বোর্ড সূত্রে জানা গেছে।
সৌজন্যে : বিবিসি বাংলা
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।