Homeখেলাধুলোপ্যারিস অলিম্পিক্স ২০২৪: ৫২ বছর পরে অলিম্পিক্স হকিতে অস্ট্রেলিয়াকে হারাল ভারত

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ৫২ বছর পরে অলিম্পিক্স হকিতে অস্ট্রেলিয়াকে হারাল ভারত

প্রকাশিত

ভারত: ৩ (অভিষেক, হরমনপ্রীত ২) অস্ট্রেলিয়া: (টমাস ক্রেগ, ব্লেক গোভার্স)

খবর অনলাইন ডেস্ক: শুক্রবার অলিম্পিক্সের হকির আসরে ইতিহাস সৃষ্টি করল ভারত। ৫২ বছর পর অলিম্পিক্সে তারা হারাল অস্ট্রেলিয়াকে। শেষ জয় এসেছিল ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিক্সে। ৩-১ গোলে ভারত হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। তার পর ১৯৭৬-এর মন্ট্রিয়েল অলিম্পিক্সে অ্যাস্ট্রোটার্ফে খেলা শুরু হয়। আর তখন থেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় অধরা ছিল ভারতের। এবার প্যারিস অলিম্পিক্সে সেই ট্রাডিশন ভাঙল ভারত। পুল ‘বি’-এর খেলায় তারা অস্ট্রেলিয়াকে হারাল ৩-২ গোলে।

ভারতের এই জয়ের মূল কারিগর অধিনায়ক হরমনপ্রীত সিং। এদিন ৩টি গোলের মধ্যে ২টিই করেন তিনি। একটি পেনাল্টি কর্নার থেকে এবং আরেকটি পেনাল্টি স্ট্রোক থেকে। আর শুধু গোল করাই নয়, ভারতের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাওয়ার পুরোভাগে ছিলেন তিনিই।

আর-একজনের কথা বিশেষ করে বলতে হয়। তিনি গোলকিপার পিআর শ্রীজেশ। এই অলিম্পিকই তাঁর শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। এ দিন তিনি অনেক সেভ করে দলের জয় নিশ্চিত করেন।

কীভাবে কখন গোল হল

এ দিনের ম্যাচে প্রথম কোয়ার্টারেই ২-০ গোলে এগিয়ে যায় ভারত। এই কোয়ার্টারের একেবারে শেষ দিকে ২ মিনিটের ব্যবধানে ২টি গোল করে ভারত। অস্ট্রেলিয়ার পেনাল্টি কর্নার থেকে বল পেয়ে যান অভিষেক। অস্ট্রেলিয়ার এলাকায় হঠাৎ আক্রমণে ঝাঁপিয়ে পড়েন তিনি এবং গোলও পেয়ে যান। দু’ মিনিট কাটতে না কাটতেই দ্বিতীয় গোল করেন অধিনায়ক হরমনপ্রীত। পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। এক অবিশ্বাস্য গোল।

দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান কমায় অস্ট্রেলিয়া। তিন নম্বর পেনাল্টি কর্নারটি কাজে লাগিয়ে গোল করেন টমাস ক্রেগ। ভারত এগিয়ে থাকে ২-১ গোলে। বিরতির পর তৃতীয় কোয়ার্টারে ব্যবধানে বাড়ায় ভারত। ভারতের নেওয়া পেনাল্টি কর্নারে পা লাগান অস্ত্রেলিয়ার এক ডিফেন্ডার। ভারত পেনাল্টি স্ট্রোকের আবেদন জানায়। আবেদন গ্রাহ্য হয়। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করতে কোনো ভুলচুক করেননি হরমনপ্রীত। ভারত এগিয়ে যায় ৩-১ গোলে।

শেষ কোয়ার্টারে খেলা জমে ওঠে। ভারতের হয়ে অস্ট্রেলিয়ার গোলে বল পাঠান অমিত রোহিদাস। অস্ট্রেলিয়া ভিডিও পরীক্ষার আবেদন জানান। সেই আবেদন গ্রাহ্য হয় এবং ওই পরীক্ষায় ভারতের গোল বাতিল হয়। ভিডিওয় দেখা যায় অমিত অস্ট্রেলিয়ার ডিফেন্ডারকে গার্ড করেছিলেন। ভারত ৩-১ গোলেই এগিয়ে থাকে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি স্ট্রোক থেকে ১টি গোল শোধ করে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত জেতে ৩-২ গোলে।

পুল ‘বি’ থেকে কারা গেল কোয়ার্টার ফাইনালে

অলিম্পিক্সে পুরুষদের হকিতে পুল ‘বি’-এর খেলা শেষ হল শুক্রবার। পুল ‘বি’ থেকে কোয়ার্টার ফাইনালে গেল বেলজিয়াম (৫ ম্যাচে ১৩ পয়েন্ট), ভারত (৫ ম্যাচে ১০ পয়েন্ট), অস্ট্রেলিয়া (৫ ম্যাচে ৯ পয়েন্ট) এবং আর্জেন্তিনা (৫ ম্যাচে ৮ পয়েন্ট)।

আরও পড়ুন

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ব্যাডমিন্টনে লক্ষ্য সেন শেষ ৮-এ, বিদায় সিন্ধু ও সাত্ত্বিক-চিরাগ জুটির, ভারতের ব্যর্থতা শুটিং, তিরন্দাজি, বক্সিং-এ  

সাম্প্রতিকতম

সুপ্রিম কোর্টে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি: হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে বড়ো স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিবিআইয়ের রুজু...

কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম্প: কী বলছে রয়টার্স/আইপিএসওএস-এর ভোট   

ওয়াশিংটন: মুখোমুখি বিতর্কসভায় (প্রেসিডেন্সিয়াল ডিবেট) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দেওয়ার পর রয়টার্স/আইপিএসওএস-এর ভোটেও...

আইএসএল: এবারে রয়েছে মহমেডান স্পোর্টিংও, প্রতিযোগিতা শুরু শুক্রবার

খবর অনলাইন ডেস্ক: এবারের আইএসএল-এ (ইন্ডিয়ান সুপার লিগ) প্রতিযোগী দলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। কলকাতা...

ভেস্তে গেল বৈঠক, পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে নবান্ন ছাড়লেন মমতা

জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তৃতীয় বারের মতো বৈঠক ভেস্তে যাওয়ায় পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের দাবি ও সরকারের অবস্থানের মধ্যে মতবিরোধের জেরে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে।

আরও পড়ুন

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: ২৯টি পদক জিতে ইতিহাস গড়ল ভারত, শেষ ২টি সোনা আনলেন নবদীপ, প্রবীণ  

প্যারিস: ইতিহাস সৃষ্টি করল ভারত। আজ পর্যন্ত গেমসের কোনো আন্তর্জাতিক আসর থেকে এত পদক...

মঙ্গলবার থেকে কলকাতার স্যাটারডে ক্লাবে শুরু হচ্ছে জাতীয় স্তরের খেলোয়াড়দের নিয়ে স্নুকার লিগ

কলকাতা: আগামী মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হতে চলেছে প্রো এম (Pro Am) এবং বেঙ্গল...

সিএবি টুর্নামেন্টে কালীঘাটে খেলার জন্য সই করলেন মনোজ, ঋদ্ধিমান, অনুষ্টুপ

বাংলার এই তিন সিনিয়র ক্রিকেটার তাঁদের ক্রিকেটজীবন শুরু করেন কাস্টমস ক্লাবে। তারপর তিনজনেই চলে আসেন কালীঘাটে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?