Homeখেলাধুলোপ্যারিস অলিম্পিক্স ২০২৪: ৫২ বছর পরে অলিম্পিক্স হকিতে অস্ট্রেলিয়াকে হারাল ভারত

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ৫২ বছর পরে অলিম্পিক্স হকিতে অস্ট্রেলিয়াকে হারাল ভারত

প্রকাশিত

ভারত: ৩ (অভিষেক, হরমনপ্রীত ২) অস্ট্রেলিয়া: (টমাস ক্রেগ, ব্লেক গোভার্স)

খবর অনলাইন ডেস্ক: শুক্রবার অলিম্পিক্সের হকির আসরে ইতিহাস সৃষ্টি করল ভারত। ৫২ বছর পর অলিম্পিক্সে তারা হারাল অস্ট্রেলিয়াকে। শেষ জয় এসেছিল ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিক্সে। ৩-১ গোলে ভারত হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। তার পর ১৯৭৬-এর মন্ট্রিয়েল অলিম্পিক্সে অ্যাস্ট্রোটার্ফে খেলা শুরু হয়। আর তখন থেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় অধরা ছিল ভারতের। এবার প্যারিস অলিম্পিক্সে সেই ট্রাডিশন ভাঙল ভারত। পুল ‘বি’-এর খেলায় তারা অস্ট্রেলিয়াকে হারাল ৩-২ গোলে।

ভারতের এই জয়ের মূল কারিগর অধিনায়ক হরমনপ্রীত সিং। এদিন ৩টি গোলের মধ্যে ২টিই করেন তিনি। একটি পেনাল্টি কর্নার থেকে এবং আরেকটি পেনাল্টি স্ট্রোক থেকে। আর শুধু গোল করাই নয়, ভারতের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাওয়ার পুরোভাগে ছিলেন তিনিই।

আর-একজনের কথা বিশেষ করে বলতে হয়। তিনি গোলকিপার পিআর শ্রীজেশ। এই অলিম্পিকই তাঁর শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। এ দিন তিনি অনেক সেভ করে দলের জয় নিশ্চিত করেন।

কীভাবে কখন গোল হল

এ দিনের ম্যাচে প্রথম কোয়ার্টারেই ২-০ গোলে এগিয়ে যায় ভারত। এই কোয়ার্টারের একেবারে শেষ দিকে ২ মিনিটের ব্যবধানে ২টি গোল করে ভারত। অস্ট্রেলিয়ার পেনাল্টি কর্নার থেকে বল পেয়ে যান অভিষেক। অস্ট্রেলিয়ার এলাকায় হঠাৎ আক্রমণে ঝাঁপিয়ে পড়েন তিনি এবং গোলও পেয়ে যান। দু’ মিনিট কাটতে না কাটতেই দ্বিতীয় গোল করেন অধিনায়ক হরমনপ্রীত। পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। এক অবিশ্বাস্য গোল।

দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান কমায় অস্ট্রেলিয়া। তিন নম্বর পেনাল্টি কর্নারটি কাজে লাগিয়ে গোল করেন টমাস ক্রেগ। ভারত এগিয়ে থাকে ২-১ গোলে। বিরতির পর তৃতীয় কোয়ার্টারে ব্যবধানে বাড়ায় ভারত। ভারতের নেওয়া পেনাল্টি কর্নারে পা লাগান অস্ত্রেলিয়ার এক ডিফেন্ডার। ভারত পেনাল্টি স্ট্রোকের আবেদন জানায়। আবেদন গ্রাহ্য হয়। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করতে কোনো ভুলচুক করেননি হরমনপ্রীত। ভারত এগিয়ে যায় ৩-১ গোলে।

শেষ কোয়ার্টারে খেলা জমে ওঠে। ভারতের হয়ে অস্ট্রেলিয়ার গোলে বল পাঠান অমিত রোহিদাস। অস্ট্রেলিয়া ভিডিও পরীক্ষার আবেদন জানান। সেই আবেদন গ্রাহ্য হয় এবং ওই পরীক্ষায় ভারতের গোল বাতিল হয়। ভিডিওয় দেখা যায় অমিত অস্ট্রেলিয়ার ডিফেন্ডারকে গার্ড করেছিলেন। ভারত ৩-১ গোলেই এগিয়ে থাকে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি স্ট্রোক থেকে ১টি গোল শোধ করে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত জেতে ৩-২ গোলে।

পুল ‘বি’ থেকে কারা গেল কোয়ার্টার ফাইনালে

অলিম্পিক্সে পুরুষদের হকিতে পুল ‘বি’-এর খেলা শেষ হল শুক্রবার। পুল ‘বি’ থেকে কোয়ার্টার ফাইনালে গেল বেলজিয়াম (৫ ম্যাচে ১৩ পয়েন্ট), ভারত (৫ ম্যাচে ১০ পয়েন্ট), অস্ট্রেলিয়া (৫ ম্যাচে ৯ পয়েন্ট) এবং আর্জেন্তিনা (৫ ম্যাচে ৮ পয়েন্ট)।

আরও পড়ুন

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ব্যাডমিন্টনে লক্ষ্য সেন শেষ ৮-এ, বিদায় সিন্ধু ও সাত্ত্বিক-চিরাগ জুটির, ভারতের ব্যর্থতা শুটিং, তিরন্দাজি, বক্সিং-এ  

সাম্প্রতিকতম

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।

সফরে আতঙ্ক! প্রযুক্তিগত ত্রুটি সামাল দিতে দেশজুড়ে ৬,৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত রেলের

আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর রেল সফরেও যান্ত্রিক বিভ্রাটের আশঙ্কা। আতঙ্ক দূর করতে ৬৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত নিল রেলবোর্ড। শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে RRB।

Samsung-এর Z-আকৃতির Tri-Fold স্মার্টফোন! খুললেই ট্যাবলেট

স্যামসাং নিয়ে আসছে প্রথম Triple-Fold স্মার্টফোন। Z-আকৃতির ডিজাইন, খুললেই বড় ট্যাবলেট স্ক্রিন! ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বাজারে আসতে পারে। দাম হতে পারে ২.৫–৩ লক্ষ টাকা।

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় হোটেল ভাড়া বাড়তি, মুখ্যমন্ত্রীর নির্দেশে লাগাম টানতে কড়া পদক্ষেপ

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় হোটেল ও পরিবহণ ভাড়ায় ব্যাপক বৃদ্ধি। পর্যটকদের অভিযোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, ডিসপ্লে বোর্ডে হোটেল ভাড়ার তালিকা বাধ্যতামূলক।

আরও পড়ুন

অবশেষে ৯০ মিটার পার, তবু সোনা হাতছাড়া নীরজ চোপড়ার

দোহা ডায়মন্ড লিগে ৯০.২৩ মিটার ছুড়েও প্রথম হতে পারলেন না নীরজ চোপড়া। সোনা জিতলেন জার্মানির জুলিয়ান ওয়েবার।

নেতাজি ইন্ডোরে সূচনা হল নবম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার

বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নবম নেতাজি সুভাষ রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার আসরের সূচনা হল।...

স্টিক হাতে গুরবক্সের পাশে থেকে তাক লাগালেন সৌরভ, ৩-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহনবাগান

ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগের ফাইনালে ইস্টবেঙ্গলকে ৩-১ হারাল মোহনবাগান। খেলার প্রথমার্ধে মোহনবাগান ২-০ গোলে...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে