খবর অনলাইন : আজলান শাহ কাপ হকি টুর্নামেন্টের ম্যাচে পাকিস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিল ভারত। আজ ম্যাচের প্রথম থেকেই দাপট ছিল ভারতের। খেলা শুরুর তিন মিনিটের মাথাতেই মনপ্রিত সিংহের গোলে এগিয়ে যায় ভারত। এর চার মিনিটের মধ্যেই পেনাল্টি কর্নার থেকে গোল করে পাকিস্তানের হয়ে সমতা ফেরান অধিনায়ক মহম্মদ ইরফান। এর পর ভারতীয়দের দাপটে ক্রমশ ম্যাচ থেকে হারিয়ে যায় পাকিস্তান। দশম মিনিটেই ভারতের হয়ে দু’নম্বর গোলটি করেন এস ভি সুনীল। ৪১ মিনিটের মাথায় ভারতের তৃতীয় গোলের নায়কও সুনীল। তলবিন্দর সিংহের হাত ধরে আসে চতুর্থ গোল। ৫৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে শেষ গোলটি করেন রুপিন্দর পাল সিংহ। এই ম্যাচ জিতে চার ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে গ্রুপ টেবিলে তারা দু’নম্বরে উঠে ফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।