বুধবার জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে পাকিস্তানকে ৫-৩ ব্যবধানে হারিয়ে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন হল ভারত। গোটা ম্যাচেই উত্তেজনা ছিল তুঙ্গে। ফাইনালের শুরুতেই পিছিয়ে পড়লেও ম্যাচের শেষ ১০ মিনিটে আক্রমণাত্মক খেলে জয় নিশ্চিত করে পিআর শ্রীজেশের দল।
ম্যাচের চতুর্থ মিনিটেই পাকিস্তানের হান্নান শহিদ গোল করে দলকে এগিয়ে দেন। তবে, এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পাকিস্তান। ম্যাচের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ভারতের আরাইজিৎ সিংহ হুন্ডাই। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ গোলে।
দ্বিতীয় কোয়ার্টারে মাঝ মাঠের নিয়ন্ত্রণ নেয় ভারত। ২৪ মিনিটে পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে আবারও আরাইজিৎ গোল করেন। পরের মিনিটেই দিলরাজ সিংহ গোল করে ব্যবধান বাড়ান (৩-১)। তবে, কোয়ার্টার শেষ হওয়ার ঠিক আগে পেনাল্টি কর্নার থেকে পাকিস্তানের সুফিয়ান খান গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করেন (৩-২)।
তৃতীয় কোয়ার্টারে সমতা ফেরাতে মরিয়া পাকিস্তান পেনাল্টি থেকে গোল করে ৩-৩ সমতা ফেরায়। ভারতের আক্রমণ ভাগ একাধিক সুযোগ হাতছাড়া করে। তবে চতুর্থ কোয়ার্টারেই চূড়ান্ত সাফল্য পায় ভারত। ৪৬ মিনিটে আরাইজিৎ হ্যাটট্রিক সম্পূর্ণ করেন এবং দলকে এগিয়ে দেন (৪-৩)। ম্যাচের ৫৬ মিনিটে ফের গোল করে ভারতের জয়ের মুকুট নিশ্চিত করেন তিনি।
এই জয়ের মাধ্যমে ভারতের জুনিয়র দল আরও একবার এশিয়া কাপ হকির শ্রেষ্ঠত্ব প্রমাণ করল।